জীবনের কাছে যে যা চায়, সে তাই পায়!
যদিও এই চাওয়া তার, খুব গভীরের
গহীন গহ্বর থেকে উঠে আসা, দীর্ঘশ্বাস হতে পারে,
যা তোমার সচেতন শরীর সবসময় শুনতে পায়না,
যদিও জীবন তার কানে ঠিকই শুনতে পায় সে ডাক।
এবং যদিও তুমি তোমার আটপৌরে জীবনে
ভেবে দিশেহারা হও,
এটাই কি হওয়ার ছিল?
হতে কি পারতোনা একটু অন্যরকম কোন কিছু?
ঈশ্বর যাদের কথা ভুলে গেছেন,
তাদেরকে ছাড়া অন্যেরা শোন, একটু মিলিয়ে নিয়ে যেও,
জীবনের কাছে যে যা চায়, সে তাই পায়।
তাই কেউ যদি বিষাদের বিষে নীল অন্ধকার জড়িয়ে,
হেঁটে যেতে চায়,
আর যদি কেউ দুঃখের সৌরভে সুর মাখিয়ে,
বিষন্ন উত্তাপে সেঁকে রাখতে চায় স্বপ্নগুলো,
আর যদি তার সেই বিষবৃক্ষের মূল ছুতে পারে
তোমার সেই গহ্বরের অসীম সীমানা,
যদি শুষে নিতে পারে সেই উর্বর প্রানরস,
তবে সে ডালে একটা পাখি গাইবেই বেলা শেষের গান।
আর যদি সে চায়,
একজোড়া চড়ুই আর একটা কাঠবেড়ালীও বাসা বাঁধবে,
জীবনের কাছে যে যা চায়,
সে তাই পায়...