জানতে চেয়েছিলে তুমি
হঠাৎ অর্ধচন্দ্রের কোনো একরজনীতে,
যখন আকাশে বসেছিল তারার মেলা
চাঁদের সাথে মেঘ করেছিল খেলা।
আনমনা আমি,
মজেছিলাম প্রকৃতির ছলনায়।
হঠাৎ তুমি জানতে চাইলে-
ভালোবাসি কি তোমার কাজল কালো দুটি চোখ.?
ভালবাসি কি দু ভ্রুর মধ্যখানে কপালে তোমার ছোট্ট কালো টিপ. ?
অবাক হয়েছিলাম তখন সত্যি !
তুমি জানতে চেয়েছিলে ভালোবাসি কিনা আমি ।
নির্বাক আমি,
কি বলো বুঝাবো তোমায় কতটা ভালোবাসি।
হ্যাঁ,
ভালোবাসি তোমার কাজল কালো দুটি চোঁখ,
নেশা জড়ানো মায়াবি সে চাহনি।
ভালোবাসি,
ভ্রু দুটির মধ্যখানের ছোট্ট কালোটিপ,
ভালোবাসি তোমার নিকশ কালো সুদীর্ঘ কেশ।
ভালোবাসি তোমায়,
ভালোবাসি ওষ্ঠযুগল তোমার,
ভালোবাসি ওষ্ঠতলদেশের কালো তিল
নেশা ছড়ায়, নেশায় মত্ত আমি
কালো তিলে মাতাল আমি দিয়ে দিবো তোমায় নিজ স্বত্ব।
তুমি জানতে চেয়েছিলে,
ভালোবাসি কিনা তোমায়.?
হ্যাঁ ,
ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩