জানতে চেয়েছিলে - জন্মদিনে কি উপহার নিবে.?
বলেছিলাম - নীল শাড়ী পরবে সন্ধ্যায়
সোডিয়ামের আলোতে তিনচাকার রিক্সায় তুমি আমি দুজনে বেড়াবো শহরের আনায়-কানায়।
তুমি চুপটি করে ছিলে,
ভিন্ন কিছু চাওয়া ছিল বলে।
একপাক্ষিক ছিল যে ভালোবাসা
নীল শাড়ীর পরার আবদার সেথায় যে বড্ডবেমানান,
তবুও চেয়েছি আমি সাহস পেয়ে
আশ্বাস দিয়েছিলে তুমি, তা'ই যেন চাই যা মন চায় পেতে।
আমি চেয়েছি তা মনখুলে
তুমি চুপটি করে ছিলে।
তুমি উপহার দিয়েছো আমায় জন্মদিনের প্রথম প্রহরে
যা জীবনভর স্মরণীয় হয়ে রবে ।
যা চেয়েছি তাহার চেয়ে অধিক কিছু -
নীল শাড়ীতে তোমায় দেখতে চেয়েছিলাম
নীলের দেখা পেয়েছি , কিন্তু নীল শাড়ী নয়
তুমি নীলের দেখা মিলিয়ে দিয়েছিলে
ম্যাসেঞ্জারের কনভার্সেশনে নীলরঙে মিশে শুভ্রতায় লিখা -
ইউ ক্যান্ট রিপ্লায় টু দিস কনভার্সেশন এর মাঝে।
যদিও প্রথম তুমিই শুভেচ্ছা জানিয়েছিলে
শুভ জন্মদিন বলে ওপাশ থেকে আড়াল হয়ে গেলে
একবাক্য বলারও সুযোগ দাওনি আমারে।
তুমি নিদারুন, তুমি পারোও বটে
অসাধারণ উপহার দিলে ২২তম জন্মদিনের প্রথম প্রহরে,
স্মরণীয় হয়ে রবে তা যতদিন মৃত্যু না হবে।
কৃতার্থ প্রিয়তমা, জন্মদিনের প্রথম প্রহরে এই উপহার দানে।