সা.ইনের যতো নিয়ম-কানুন আছে সবই রাজাকার ব্লগারদের এ ব্লগে প্রতিষ্ঠা করার জন্য । প্রমাণ চান ? তাহলে চলুন আলোচনায় ।
১. একজন ব্লগার তার পোস্টে যেকোন ব্লগারকে ব্লক করতে পারেন এতে একজন ব্লগার কমেন্ট করার ক্ষমতা হারান । এতে লাভবান হচ্ছে রাজাকার ব্লগাররা । তারা সহজেই জামাত-শিবিরের গুণকীর্তন শুরু করতে পারে এবং যারা এর বিরোধিতা করবে তাদেরকেই ব্লক করে রাখবে ।
২. কমেন্ট মডারেশন নামক অপশনটা রাজাকার ব্লগাররা খুব ভালোভাবে ব্যবহার করছে । উদাহরণস্বরূপ রাজাকারপুত্র ওয়ামীর কথা বলা যায় ।
সবশেষে বলতে চাই সব ব্লগারকে আপনি একটা পোস্ট করবেন আর সেটা আপনি ডিফেন্ড করতে পারবেন না! এটা কেমন কথা ? যারা ব্লক করে তারা যা লিখে তার মধ্যে নিশ্চয় কোন ভেজাল আছে । নতুবা ব্লক করবে কেন ? আপনারা বলবেন, গালিবাজ ব্লগারদের ব্লক করেন । প্রত্যেক সন্তানই কিন্তু তার বাবা-মার কাছে বকা খায় । কেন খায় ? কারণ তারা ভুল কিছু করেছে । যেসব ব্লগারদের গালি দেয়া হয় তারা তো ভুল করছে । তাও যেনতেন ভুল না । একটা দেশের জন্ম নিয়ে তামাশা করবে আর সাধারণ বিবেকবান ব্লগাররা বসে থাকবে! এটা কেমনে আশা করেন ? ব্লগে কম তো তর্ক-বিতর্ক দেখেনি । রাজাকার ব্লগারদের হাজার যুক্তি দিয়ে বুঝালেও লাভ হয় না । যেই লাউ সেই কদু । তখন তো একটা মানুষ বিরক্ত হয়ে অন্তত "ছাগল" শব্দটা ব্যবহার করবে । আর যে করবে না তার মানসিকতায় সমস্যা আছে । বিরক্তির সহজ প্রকাশ হলো গালি/বকা । আর অনুরোধ করি সা.ইনের উপরওয়ালাদের কাছে দয়া করে এখানে আপনারা রাজাকারদের প্রতিষ্ঠায় সাহায্য করবেন না ।