"নীল সীমানার মহুয়ায়
কোন সে কবি এলোচুলে
বৃক্ষের ডালে বসে
কোকিল কন্ঠে গান গায়।
আমার পরান যেতে চায়
কিশোরী কবির কিনারায়
যেথায় বসে গাইছে গান
কেড়ে নিল এই মূর্খ ভক্তের প্রাণ।"
প্রিয় ভক্ত দেলোয়ার হোসেন,
আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করার কোনো ভাষা আজ অবধি পৃথিবীপৃষ্ঠে সৃষ্টি হয়েছে কিনা আমার জানা নেই।আপনার চিঠি পড়ে বুঝলাম-আপনি খুব যত্নের সহিত আমার সব পোস্ট পড়েছেন।নিজেকে ধন্য মনে হওয়ার আজ অনেক গুলো কারন আছে।এ কারন টা তার ভেতর একটা।আমি খুব নগন্য কবি,খুব সাধারন আনমনা মেয়ে।আমাকে এত বড় বড় ব্যাক্তি দের সাথে তুলনা করেছেন বলে মুগ্ধ না হয়ে পারলামনা।এতটা প্রশংসা পাওয়ার যোগ্য আমি নই।তবু প্রশংসায় উদ্ভাসিত করেছেন আমাকে।এ আমার অনন্তকালের পরম পাওয়া।একটা সময় ছিলো রোজ ছেলে দের কাছ থেকে চিঠি পেতাম-প্রেমের চিঠি।হেসে উড়িয়ে দিতাম সেসব প্রেমময় সংলাপ।কিন্তু এই প্রথম কেও এভাবে আমাকে চিঠি লিখলো।বিশ্বাস করুন-চিঠি টা পড়ে আমি খুশি তে কেঁদে ফেলেছি।বই প্রকাশ হওয়ার পরেও এতটা সুখ আমাকে ছুঁয়ে যেতে পারেনি।আজ আমার কবি জীবন সত্যিই ধন্য হলো।কবি হিসেবে শত শত প্রাপ্তি আমার।তবু এ প্রাপ্তি টা যেনো,শত সহস্র প্রাপ্তি কে হার মানিয়ে দিলো।আমিও বেশ ভাল আছি,বন্যাও আজ ঢেড় ভালো।যাচ্ছে কেটে দিনকাল জীবনের নিয়মে।আর আমার তুষারপুত্র ও আজ আমাকে ছাড়া বেজায় ভালো আছে।সে ফিরবে আমার জীবনে,কিন্তু তখন বেলা অনেক গড়িয়ে যাবে।সবুজ রং টাকে ভালবেসে ফেলেছি ভীষন। ববইমেলায় আমার বই যেদিন আসলো,সেদিন সবুজ শাড়ি পড়ে বইমেলার বুকে পা রেখেছিলাম।আর হ্যা বইয়ের প্রচ্ছদ শিল্পীর সাথে আমার ঘরোয়া সম্পর্ক ছিলো।তাাকে আমি নিজেই বলেছিলাম সবুজ রং এ প্রচ্ছদ টা কে রাঙাতে।তার জন্য আবীর ভাইয়ের সাহায্য নিতে হয়নি।বরং শিল্পীর মাধ্যমে ই আবীর ভাইয়ের সাথে আমার পরিচয়।আর হ্যা তুষার পুত্র আমার মৃত্যুর পর আমার জন্য তুষার নিয়ে ঠিক ফিরবে এই সবুজের বাংলাদেশে।তখন আর আমি তুষার বৃষ্টি তে ভিজতে পারবোনা।কাঠগোলাপ আমার ভীষন প্রিয় ফুল।এবার জন্মদিনে খুব প্রিয় একজন মানুষ আমাকে দু'মুঠো ভর্তি কাঠগোলাপ দিয়েছিলো কার্জন হল থেকে। আমি সেই হিন্দু রমনীর মতো অনন্য কেও নই।আমি অন্য সবার মতো খুব সাধারন।ধন্যবাদ আমাকে নিয়ে লেখার জন্য।আপনার মতো একজন ভক্ত থাকলে,যেকোনো কবি জীবন স্বার্থক হবে।ভাবছি চিঠি টা ডায়রীর পাতায় লিপিবদ্ধ করে রাখবো।খুব ভাল থাকবেন....
ইতি
নিরন্তর নৈঃশব্দের কবি
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮