ব্লগারদের নজরে আনার জন্যই মূলত পোষ্ট করছি। পিএইচডি স্টুডেন্ট জনাব মোকাররমের নিম্নোক্ত লেখাটি গত ২৮ শে নভেম্বরে দৈনিক নয়াদিগন্তে এসেছে।
বিষয়টির গুরুত্ব আলোচনার দাবী রাখে বলে মনে হয়ঃ
''সাম্প্রতিককালে বাংলাদেশসহ উপমহাদেশ এবং এর বাইরে কিছু ঘটনা ঘটছে এবং ঘটে চলেছে যা চিন্তাশীল অনেককেই উদ্বিগ্ন করে তুলছে। ব্যাপারগুলো কাকতালীয় ঘটনা বা উর্বর মস্তিষ্কের কল্পনাপ্রসূত চিন্তা বলে উড়িয়ে দিচ্ছেন না বোদ্ধা মহলের অনেকেই।
যুক্তরাষ্ট্রের একজন অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা রালফ পিটার মার্কিন সশস্ত্র বাহিনী জার্নালের জুলাই, ২০০৬ সংখ্যায় ‘রক্তের সীমানা’ বা 'ব্লাড বর্ডার্স' শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করেছেন। নিবন্ধের মূল প্রতিপাদ্য হচ্ছে, সৌদি আরব, তুরস্ক, মধ্যএশিয়া হয়ে পাকিস্তান পর্যন্ত সব মুসলিম দেশকে ছিন্নভিন্ন করে মার্কিনিদের ইচ্ছামাফিক এগুলোর সীমানাকে নতুনভাবে ঢেলে সাজানো। মি. রালফ-এর পরিকল্পনায় সৌদি আরবের মধ্য থেকে পবিত্র ধর্মীয় স্থান মক্কা মদিনাকে নিয়ে গঠিত হবে পবিত্র রাষ্ট্র বা Sacred State ইরাক হবে ত্রিখণ্ডিত। বসরাকে নিয়ে হবে দক্ষিণের শিয়া রাষ্ট্র; মধ্যখানে সুন্নি রাষ্ট্র। কুর্দিদের নিয়ে কুর্দিস্তান। এই পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদর বন্দর নিয়ে হবে স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্র। সীমান্ত প্রদেশ যাবে আফগানিস্তানে। শুধু পাঞ্জাব আর সিন্ধু থাকবে পাকিস্তানের অন্তর্ভুক্ত। এখন লক্ষণীয় হল, মি. রালফ তার মহাপরিকল্পনা পাকিস্তান পর্যন্ত এসে শেষ করেছেন, আর এগোননি। পিটার ২৫ বছর ধরে মার্কিন গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। সেই উপসাগরীয় যুদ্ধের পর থেকে ইরাককে কার্যত তিন অংশে বিভক্ত করলেও আমেরিকার সিনেট এই সেদিন দেশটিকে তিন টুকরা করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। এদিকে আফগানিস্তানে মার্কিন বাহিনীর উপস্থিতির পর হঠাত গজিয়ে ওঠা বেলুচিস্তান সমস্যা দিন দিন যেভাবে স্পষ্ট হয়ে উঠছে তা দেখে অন্তত ইরাক আর পাকিস্তানে নিকট ভবিষ্যতে রালফ পিটারের মহাপরিকল্পনার ছায়া যদি কেউ দেখে, তাহলে তা কি খুব অবাস্তব বলা যায়?"
পূর্ণলেখাটি পড়ার জন্য এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:০৭