সসংকোচ প্রকাশের দুরন্ত সাহস - এই ছিলো তাহার ট্যাগ !
সামুর শুরুর দিকের ক্ল্যাসিক ব্লগার !
সামুর তখন রমরমা , কিউবির বিজ্ঞাপন নাই , ব্লগার ও গুটিকয়েক । ভালো সব পোস্ট আসতো !
তো হইলো কি , কতিপয় কাঠালপাতালোভী চতুষ্পদী জীবের চারণ বাড়তেছিলো । ম্যা ম্যা , আর কাঠালপাতা চায়া চায়া , পুরা যা তা অবস্থা শুরু করে দিলো !
মুখফোড়ের মুখ ভালো ছিলো না , তো তিনি খুব সুন্দর ভাষায় তিনকোণা জাতীয় জীবের উপাখ্যান বর্ণনা করিলেন , গিটওলা বাঁশসহকারে ।
২০০৬ থেকে ২০০৭ এর এপ্রিল পর্যন্ত এইসব জীবজন্তুর জীবন অতিষ্ট করিয়া দিলেন ।
ফলাফল হইলো এই যে , তাহাকে কমেন্টসহ হত্যা করলো ঘুমপ্রিয় মডুরা !
যাহাদের ম্যা ম্যা শুনিতে ভালোলাগে না , তারা একটু উকি মারিয়া আসুন এই আদমচরিত সিরিজ থিকা !
হাজার হইলেও , ওল্ড ইজ গোল্ড !
আদমচরিত সিরিজ এর সবডি এইখানে -
আদমচরিত ০১
আদমচরিত ০২
আদমচরিত ০৩
আদমচরিত ০৪
আদমচরিত ০৫
আদমচরিত ০৬
আদমচরিত ০৭
আদমচরিত ০৮
আদমচরিত ০৯
আদমচরিত ১০ ও আদমচরিত ১১ পাওয়া যায় নাই !
আদমচরিত ১২
এই সিরিজগুলো ছাড়াও ভোদাইচরিতমানস , ঠোলামঙ্গল , দাগডরনামা , ছাগুরামকাব্য - আরো অনেক দারূণ সব সিরিজ লিখছিলেন !
ভিডি ওয়েল , মুখফোড় , স্যালুট !