চাঁদ তারা সূর্য, ফিরিয়ে দাও, জ্বালা জ্বালা, ধ্বিকি ধ্বিকি, আর কতকাল, পলাশীর প্রান্তর, সে কোন দরদীয়া, হৃদয়হীনা এর মতো জনপ্রিয় গানগুলো গেয়ে যারা সকলের মন জয় করে নিয়েছে সেই মাইলসের এ্যালবামগানগুলো নিয়ে একটা ধারাবাহিক চালিয়ে যাওয়ার ইচ্ছে থেকেই এই পোষ্ট দেয়া।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস সম্পর্কে খুব কম সংগীতপ্রেমীই আছে সে তাদের সম্পর্কে জানেন না। তারপরও যারা অনেক কিছু জানেন না এবং জানতে চান তারা ব্লগার কবি ও কাব্য'র মাইলস নিয়ে একটা তথ্যবহুল সুন্দর পোষ্ট "একটি সঙ্গীত পরিবার, মাইলস এবং পেছনের মানুষগুলো" থেকে মাইলস সম্পর্কে অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন।
একনজরে মাইলসঃ
১৯৭৯ সালে হোটেল ইন্টারকন্টিনেন্টাল (বর্তমান রুপসী বাংলা হোটেল) এ গান গেয়ে মাইলস পথচলা শুরু করে। সে সময় তারা ইংরেজী গান গাইতো। দেশে প্রথম কনসার্ট করেন ১৯৮২ সালে ঢাকায় শিল্পকলা একাডেমিতে এবং বিদেশে প্রথম ভারতের ব্যাঙ্গালোরে। ঐ সালেই "মাইলস" নামে তাদের প্রথম এ্যালবাম বের হয়। মাইলসই প্রথম ব্যান্ড যাদের অডিও সিডি বিদেশে বিক্রি হয়েছিলো। ১৯৯২ সালে সিডিগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউএই এবং জাপানে বিক্রি হয়েছিলো। এখন পর্যন্ত তাদের প্রকাশিত এ্যালবামগুলো হচ্ছে - মাইলস (ইংরেজি), প্রতিশ্রুতি, প্রত্যাশা, প্রত্যয়, প্রয়াস, প্রবাহ, প্রতিধ্বনি
ব্যান্ডের লাইন আপঃ
হামিন আহমেদ (ভোকাল ও গিটার)
শাফিন আহমেদ (ভোকাল ও বেজ গিটার)
মানাম আহমেদ (ভোকাল ও কি-বোর্ড)
ইকবাল আসিফ জুয়েল (গিটার)
সৈয়দ জিয়াউর রহমান তূর্য (ড্রামস)
১৯৯২ সালে প্রকাশিত মাইলসের দ্বিতীয় এবং প্রথম বাংলা এ্যালবাম "প্রতিশ্রুতি"। এই এ্যালবামে ছিলো এগারোটি গান। গানগুলো যথাক্রমে -
আশা নিরাশা, চাঁদ তারা সূর্য, দিন গেলো, এই মনতো আর মানে না, ঘরে লইয়া যাও, পাতা ঝরে যায়, প্রথম প্রেমের মতো, সে কোন দরদীয়া, শান্তি নাই, সুপ্ত বাসনা, গুঞ্জন শুনি।
***আগামীকাল ২৫ এপ্রিল থেকে মাইলসের সব গান অনলাইনে পাবেন
*** ফেবু পেইজ