কখনো চাঁদ দেখেছো?
নিভৃতে নিরালায়,
একা একা-
গভীর রাতে। ছাদের উপরের পানির ট্যাঙ্কিতে বসে।
নিরিবিলি, নিস্তব্ধ, সম্পূর্ণ আবেগী হয়ে-
ভালোবাসার মানুষকে ভেবে ভেবে।
একাকী সন্তর্পণে;
কল্পনার অথৈ দিগন্তে হারিয়ে যেতে চেয়েছিলা কখনো-
ভালোবাসো বলে!
যার চেহারাখানি ভেসে উঠত সবসময়,
স্মৃতির পাতার আদলে।
মিথ্যা মরীচিকার মত নয়- বাস্তবে।
পূর্ণিমার রাতের আবছা আলোতেও
যা অনুভব করা যেতো-
হৃৎস্পন্দনে, হঠাৎ খেই হারিয়ে ফেলার তালে।
এক মর্মভেদী স্পর্শের অনুভূতি নিয়ে
একটু স্পর্শের আশায়, তোমার;
তোমার নিঃশ্বাসের, তোমার শরীরের-
কামনায় নয়, তোমার ভালোবাসার!
~রচনাকালঃ ২৩/১০/১৮ইং (রাত, ২-২৭ মিনিট)