যারা আমার রিলেশন এবং ব্রেকআপের কথা জানে তারা প্রায়শই আমাকে একটা কমন প্রশ্ন করে, "তোমার প্রায় আড়াই বছরের রিলেশনের ব্রেকআপ, তাও ব্রেকআপ হয়েছে ২০১৭ তে, তারপরও তোমাদের দেখা হলে এত মানুষের মধ্যে তুমি আর তোমার এক্স গার্লফ্রেন্ড এত স্বাভাবিক কিভাবে থাকো, গ্রুপ ফটো তোলো, গ্রুপের প্রয়োজনে একজন আরেকজনকে সম্বোধন করে কথা বলো, যেন কিছুই হয়নি?"
এই প্রশ্নের উত্তর আমি সবসময় এটাসেটা বলে এড়িয়ে যাবার চেষ্টা করি। আসলে এভাবে স্বাভাবিক থাকাটাও একটা সুপার পাওয়ার, দুজনের ক্ষেত্রেই। যে মানুষটার সাথে আপনি কয়েকবছর প্রেম করেছেন, অগণিত সুখের মূহুর্ত আর স্মৃতি জড়িয়ে আছে যার সাথে, তাকে অনেকদিন পরপর সামনে দেখে স্বাভাবিক থাকাটা সত্যিই একটা সুপার পাওয়ার। এটা সবাই পারে না, কিন্তু আমি এবং আমরা পারি। সে যেমন তার লাইফ নিয়ে এখন অনেক ভালো আছে, আমিও আমার লাইফ নিয়ে যথেষ্ট ভালো আছি। আসলে মানুষ হিসেবে আমাদের দরকার ভালো থাকা, সেটা একসাথে হোক কিংবা আলাদা আলাদা। ভালো থাকতে হলে যে দুজনকে একসাথেই থাকতে হবে এরকম তো কোনো কথা নেই। কিছুকিছু সম্পর্কে "দূরত্ব" ভালো থাকার অনেক বড় একটা ক্যাটালিস্ট!
১৯ জানুয়ারি, ২০২০
রাত ০৩:৫৭
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৭