-- এই তোর আসার সময় হলো?
- সরি সুইট হার্ট।
-- এই শব্দটা ছাড়া আর কিছু পারিস?
- পারি তো...
-- কি?
- আই লাভ ইউ...
-- ফাজলামি কম কর! তুই আজ সারাদিন আমার সাথে কোন কথা বলবি না...
- এইডা কিছু হইলো... তুই আমার জানের দোস্ত, তোর সাথে কথা না বললে আর কার সাথে বলবো? আর কথা না বল আজ ভেলেন্টাইন্স ডে তে আসার কি দরকার ছিলো!? আচ্ছা তুই যখন চাস আজ কোন কথা বলবো না, এমনিই নীরবে ঘুরবো...
** এমনি মিষ্টি একটা বন্ধুত্বের সম্পর্ক কাব্য ও অহনার মধ্যে **
কাব্য ভালো করেই জানে এই মেয়েটা দিন দিন তার প্রতি কতটা দূর্বল হয়ে গেছে...
- রিক্সায় উঠেন ম্যাম।
-- হুহ!
- আহারে আমার কপালটাই খারাপ। আমার বউটা রাগ করে আছে এমন একটা দিনে...
-- তোর বউ কে?
- যাক বাবা কথা তো বলছে... কেন তুই!
-- আমার বয়ে গেছে তোর বউ হবো।
- আচ্ছা হওয়া লাগবে না বউ। দেখি আশপাশে কেউ একা আছে নাকি, তাইলে ওই মেয়েকে বউ বানাবো। ওয়াও দেখ কি কিউট একটা মেয়ে, ওকেই বউ বানাবো...
-- বানা বউ, এটা চিল্লাইয়া বলার কি আছে?
- এই অহনা তুই কাদছিস কেন? আমি আবার কি করলাম?
-- তুই অন্য মেয়ের দিকে তাকাবি না, তুই শুধু আমাকে দেখবি আর আমাকে বউ বলবি... অন্য মেয়ের দিকে তাকালে তোর চোখ খুলে ফেলবো! আই লাভ ইউ কাব্য। সত্যি তোকে অনেক ভালোবাসি...
- আমি জানি তো আমি ও তোকে অনেক ভালোবাসি রে।
তোর হাতটা দে, ধরি..
-- না দিবো না... :p
- আচ্ছা দেখি হাত ধরার মত কাউকে পাই নাকি!
-- কাব্য তোকে কিন্তু খুন করবো! এই নে হাত ধর বানর কোথাকার!