#ভালবাসার প্রতিধ্বনি#
আমি শব্দ খুঁজে বেড়াই,
খুঁজে বেড়াই উপমা,
কথার মালা সাজাই, তোমাকে বলতে-
ভালবাসার কথা।
এভাবেই গল্পগুলো জমা হয়,
স্মৃতিগুলো ডালি সাজায়,
হাঁটি হাঁটি পায়,
তোমার পানে হারায়।
শুনতে কি পাও? পায়ের শব্দ?
নূপুরের ধ্বনি?
রিনিঝিনি? ভালবাসার প্রতিধ্বনি?
#ঘুমঘুম রাজকন্যা#
চোখ জুড়ে ছিল রাজ্যের ক্লান্তি,
ছিল অবসাদ,বিষন্নতা, আর ঘুম।
তার চোখ যেন এক কালো জলের আঁধার,
ছলছল উপচে পড়ে চাঁদের আলো।
ঘুমঘুম নগরীর নির্ঘুম রাজকুমারী-
রাজ্য যখন অতল ঘুমের আড়ালে,
সাদা কালো স্বপ্নে বিভোর-
রাত শেষে ভোরের আলোর প্রতীক্ষা,
তার চোখে তখন টলমল জল।
যে জলে চাঁদ ডুবে যায়,
যে জলে উঁকি দেয় আকাশ- নীল;
ভাসে সাদা, কালো মেঘ
সেই তার টলমল জল,
তার নির্ঘুম জেগে থাকা ছল।