১.
আবারও পথ চলা- একা
ক্লান্ত, অবসন্নতায়।
পেয়েও হারাবার অসহ্য বেদনায়
চোখের জল চোখেই শুকায়,
দীর্ঘশ্বাস মিলিয়ে যায়-
আলো আঁধারীর ছায়ায়।
২.
পেন্সিলে আঁকা পরী,
আজ কি রঙে রাঙ্গা তুমি?
লাল? নীল? হলুদ?
রংগন, বেলী, ক্রিসেন্থিমাস?
নাকি আবীর ছুঁয়ে ঠোঁট?
কাজল কালো চোখ?
আর চন্দ্র ডোবা তিল?
৩.
আড়ি, খুব করে আড়ি তোকে।
এই করলাম রাগ, এই অভিমান।
এই রাখলাম লুকিয়ে চোখের জলটা।
তবুও ধরবি না হাত? বলবি না 'বাবুই আমার, যাদুটা?!'
৪.
রোজ রোজ বাড়ি ফিরেও
যেন হয় না ফেরা ঘরে,
কৃষ্ণের মন বাধা পড়ে থাকে
তার রাধাচূড়ার তরে।
৫.
তোর চিবুকে আঁকা তিলগুলো মিলাতে-
পিথাগোরাস ভুলে গেল সব সমীকরণ।
আর আমি?
সেই জ্যামিতিক নক্সা সাজাতে
পার করে যাচ্ছি আমার দিন, রাত-
আমার অনন্ত জীবন।
৬.
কফির মগে চুমুক দিয়ে আরেকটি সকাল,
তারপর অলস দুপুর- ম্যাজমেজে,
বিছানায় এপাশ ওপাশ।
সন্ধ্যাটা নেমে আসে ঝুপ করে; বিষণ্ণতা।
রাত বাড়ে, স্বপ্নেরা কিংবা দুঃস্বপ্নেরা উঁকিঝুঁকি দেয়
মশারির খুট ধরে,
আমার নিদ্রাহীন রাত কাটে ইজিয়াম ট্যাবলেটের পাতায়..।
নীলা,
কোথায় আছো, কেমন আছো, পত্র দিও।