১।আমরা চ্যাটের শুরুতে HI বলি । কিন্তু এটা যদি নিচের মতো লেখা যায় তো কেমন হয়ে বলুনতো:
হ্যা, এভাবে লিখা যায়। আর তার জন্য আপনাকে যা করতে হবে।
H=[[205082339544090]] I=[[432883640525]] এভাবে কোড আকারে লিখতে হবে।
ভয় পাওয়ার কারণ নেই , আপনাকে এই কোডগুলো মুখস্থ করা লাগবে না। । এই লিংকে যান । নিচের মতো পেজ আসবে।
সেখানে Type here এর ঘরে আপনি যা লেখবেন তা Use this এর ঘরে কোড আকারে প্রকাশ করবে। এবার সেই কোড চ্যাটবারে লিখুন। ব্যস মজাই মজা।
২। আমরা চ্যাট করার সময় নামের পরিবর্তে বন্ধুর প্রোপিক দিতে পারি। নিচের ছবিটা দেখুন
ছবি দেওয়ার জন্য যা করা লাগবে । তা হলো [[যার ছবি তার আইডি]]।
মানে প্রথমে ২ টা থার্ড ব্রাকেট তারপর যার ছবি দিবেন তার আইডি শেষে আবার ২টা থার্ড ব্রাকেট দিয়ে ক্লস করে দিবেন।
আইডি নম্বর বের করা: যার ছবি দিবেন তার প্রোফাইলে ঢুকে এড্রেসবারে খেয়াল করুন। যেমন আমারটা
http://www.facebook.com/ahuryra
তাহলে আমার আইডি হচ্ছে ahuryra । আর ইমেজ বানাইতে হলে লিখতে হবে [[ahuryra]]
* আইডি বর্ণের পরিবর্তে নম্বর ও হতে পারে।
খুব সোজা একটা জিনিস জটিল করে বুঝালাম।