offline browser হলো সফটওয়্যার এর মাধ্যমে ইমেইল অথবা ওয়েব পেজ ডাউনলোড করে রাখা যা নেট না থাকলেও বা অফলাইনে পড়া যায়। আজকে এমন কতগুলো সফটওয়্যার সাথে পরিচিত হবো যা আমাদেরকে এই অফলাইনে ওয়েব পেজ পড়ার সার্ভিস টা দেই।
____________________________
Offline Explorer
১। এটা কোনো ওপেন সোর্স সফটওয়্যার নয়। এখান থেকে ডাউনলোড করে নিন। টরেন্ট ফাইল টা ডাউনলোড করবেন।
২। এবার রার ফাইলটি ওপেন করে ইনস্টল করুন ।
৩। এবার প্যাচ করার পালা। রার ফাইলটি এক্সট্রাট করার সময় দেখবেন সেখানে LzO নামক ফোল্ডার আছে। সেটার ভিতরে ঢুকলে আপনি প্যাচ ফাইলটি পাবেন । সেখানে ক্লিক করলে নিচের মতো চিএ পাবেন।
৪।patch বাটনে ক্লিক করার পর একটা উইন্ডো আসবে। সেখান থেকে আপনি local disk /progrramme files/ offline explorer enterprise এর ভিতরে OE ফাইলটি পাবেন। সেখানে ক্লিক করার পর। নিচের চিএের মতো ওপেন বাটন ক্লিক করুন। ব্যস প্যাচ হয়ে গেলো।
৫। এবার কাজ শুরু। সফট টি আবার ওপেন করুন। নিচের মতো একটি উইন্ডো পাবেন
সেখানে
Project Url: http://www.somewhereinblog.net/
Project Name: somewhereinblog । দিন । তারপর Next বাটন চাপুন।
৯। এরপর নিচের মতো উইন্ডো পাবেন।সেখানে level limit আপাতত ১ দিন। মানে আপনি যতটি পাতা ডাউনলোড করতে চান তার সংখ্যা। এরপর Next চাপুন।
১০। এরপর পরপর চারটা উইন্ডো আসবে। চারবারই Next চাপুন। তারপর আপনার ডাউনলোড শুরু হবে।
এবার ডাউনলোড শেষ হয়ে গেলে computer/local disk/ downloads এ যান। সেখানে ফাইলগুলা পাবেন।
এবার ট্রাই করে দেখতে পারেন আশা করি কাজে দেবে।
=================================
=================================
PageNest
১। এটাও ট্রায়াল ভার্সনের। এখান থেকে ডাউনলোড করার পর ইনস্টল করুন।
২। ইনস্টল এর পর ওপেন করলে নিচের মতো চিএ পাবেন
৩। এরপর Next চেপে চেপে
তারপর সেখানে যে সাইটের পেজ ডাউনলোড করতে চান সেটার এড্রেস দিয়ে ওকে চাপুন। তারপর আপনা হতেই পেজ ডাউনলোড হতে থাকবে।
ডাউনলোডপেজ গুলা পড়তে site থেকে browse ক্লিক করলেই হবে।
=================================
নিচে আরো কয়েকটি সফটওয়ার এর নাম দেয়া হলো
Getleft
____________________________
HTTrack Website Copier
____________________________
WebReaper
____________________________
WinWSD WebSite Downloader
____________________________
EasyDownload
____________________________
এছাড়া এটাও ব্যবহার করতে পারেন
ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!!------আলী প্রাণ
নেট না থাকলেও আমি ব্লগ পড়তে পারি ( একটি এ্যাড অন এবং আমার ব্লগ পড়া)
আশা করি পোস্ট টি আপনাদের কাজে লাগবে।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৭