আপনি নিজেই আপনার ব্লগীয় ভাগ্য নিয়ন্ত্রণ পারবেন শতকরা ৯০-৯৬ভাগ। বাকিটা নির্ভর করবে আপনার ব্লগীয় ভাগ্যের উপর। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও বদলাতে পারে। এখানে রাশিচক্রে ব্লগিওলোজী পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
মেষ ( ০-৬মাস) : এ সপ্তাহে আপনার পোস্টগুলা হিট হওয়ার সম্ভাবনা আছে। নতুন পোস্টের জন্য এই সপ্তাহটি শুভ। লুলামিতে অবদানের জন্য সাড়া পেতে পারেন। কমেন্টে এ ইতিবাচক সাড়া পেতে পারেন। আপনি এখনো নতুন ব্লগার তাই এ সপ্তাহ থেকে আপনি ছাগু চিনা শুরু করবেন।
বৃষ: (৬মাস-১ বছর) : ব্লগের এই অশান্ত পরিবেশেও আপনার অনেক ভালো পোস্ট গুলো কপি-পেস্ট পোস্টের ভিতরে হারিয়ে যাবে। এ অবস্থা দ্রুতই কেটে যাবে মনে হয়। তাই পোস্ট কম, কমেন্ট বেশি করুন। এই ভবিষ্যদ্বাণী শুনে কোনো কোনো বৃষ নারী-পুরুষর ব্লগারের মন খারাপ হলেও আমার কিছু করার নেই।…অক্কে?
মিথুন (১বছর-১.৫ বছর): সামনে আসছে শুভ…দিন। তাই ভালো ভালো মানের পোস্ট দেওয়ার এখনই শপথ নিন। ভালো মানের পোস্ট এ কমেন্ট শুভ।তবে অন্যের পোস্টে এ গিয়ে ক্যাচাল করলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে,গদাম খাওয়ার সম্ভাবনা আছে। লুলামি শুভ । তবে ছাগু থেকে সাবধান।
কর্কট(১.৫বছর-২ বছর): নতুন উদ্দীপনায় জেগে উঠুন। প্রভাবশালী ব্লগারদের সংস্পর্শে আসতে পারেন। নতুন নতুন ব্লগারদের সাথে সখ্য গড়ে উঠতে পারে। যার ফলে প্রতি পোস্টে ২-১ টা কমেন্ট বেশি পেলেও পেতে পারেন। ক্যাচালে না যাওয়াই ভালো। রিপোস্ট দেওয়া বন্ধ করে দিন, আপনার ব্লগীয় বয়সের সাথে এটা যায় না। হিট শুভ।
সিংহ (২বছর-২.৫বছর): চলতি ৭ টি দিনে আপনার পারফরম্যান্স হবে দেখার মতো। পোস্ট হিট হওয়ার সম্ভাবনা বেশি। তাই বলা যায় হিট শুভ। কমেন্ট শুভ। লুলামীতেও বেশ সাড়া পেতে পারেন। মানে এক ঢিলে তিন পাখি। আপনার ব্লগীয় জীবনে এই ধরণের সপ্তাহ ফিরে আসুক এই কামনা।
কন্যা (২.৫বছর-৩বছর):এ সপ্তাহে আপনার নতুন পোস্টের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। কিন্তু বেশি বেশি পোস্ট করে লাভ কি। আর্দশ এবং গুণতমানের পোস্ট দিন। মেয়েদের ব্লগে কানাঘুষা কম করেন। ক্যাচাল এড়িয়ে চলুন। শুভ ব্লগিং।
তুলা( ৩বছর-৩.৫বছর ): আপনার সপ্তাহ টা শুরু হবে বেশ ভালোভাবেই। ব্লগীয়লোজী অনুযায়ী সপ্তাহের শেষের দিকে কিছুটা কমেন্ট খড়ায় কাটতে পারেন। তুলা রাশির বৈশিষ্ট " অন্যের পোস্টে কমেন্ট করতেই সুখ।" । আপনার এই বৈশিষ্ট ধরে রেখে বেশি বেশি কমেন্ট করবেন বলে আশা রাখা যায়।
বৃশ্চিক(৩.৫বছর-৪বছর): সিন্ডিকেটিং এর প্রভাবে আপনি হয়তো খুব শক্তিশালী হয়ে উঠতে পারেন। এজন্য শুধু একটু যোগাযোগ রক্ষা করে চললেই হবে।সিন্ডিকেটের প্রভাবে কমেন্ট এবং হিট শুভ। তবে সাবধান, সিন্ডিকেট কিন্তু বেশি দিন টিকার মতো জিনিস না।
ধনু৪বছর-৪.৫বছর): "চাইলেই নাকি পাওয়া যায় যদি থাকে নিয়ত। দৌড়া-দৌড়ি হতে পারে নিয়ত যদি ঠিক না করেন।" বয়সের ভারে আপনার নতুন পোস্টের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। নতুন নতুন বিষয়বস্তু নিয়ে পোস্ট দিতে পারবেন বলে আশা করা যায়। কমেন্ট এবং হিট শুভ।
মকর(৪.৫বছর-৫বছর) : "একদা , আপনার পোস্ট ব্যাপক হিট হয়তো। আপনার কিছু ভক্তও ছিলো যারা আপনার পোস্ট নিয়মিত পড়তো।" কিন্তু সময়ের কারণে সব হারিয়ে গেছে হয়তো। আশা রাখা যায় এ সপ্তাহে আপনি নতুন উদ্যমতায় ফিরে আসবেন। হ্যাপি ব্লগিং।
কুম্ভ(৫বছর-৫.৬বছর): "কারো পোস্টে কমেন্ট করবো না কিন্তু নিজের পোস্টে বেশি কমেন্ট প্রত্যাশা করবো" সেটা কি হয়। কমেন্ট দেওয়া নেওয়া এটাই তো সামুর আদিম হিট বাস্তবায়ন পদ্ধতি। এটা আপনি ভালো ভাবেই জানেন। ব্লগীয় বয়স অনুযায়ী ছাগুদের অলি-গলি আপনি ভালোভাবেই জানেন। তাই এই সপ্তাহ টা আপনার ভালোই যাবে আশা করি।
****(৪০বছর বা তার ও বেশি): আপনাদের ভাগ্যে সব সময় শনির দশা। যেখানেই যান, যাই লেখেন না কেনো আপনাদের সব সময় গদামের উপর রাখা হবে। ব্লগীয় জীবনে আপনার কোনো শান্তি নাই। এ সপ্তাহ কেনো কোনো সপ্তাহই আপনার ভালো কাটবে না। বাচঁতে হলে ব্লগ ছাড়ুন।
ইহা সম্পূর্ণ একটি কাল্পনিক পোস্ট। কোনো ব্লগারের সাথে এই ব্লগীওলজি মিলবে না বলে আশা রাখা যায়।