বর্তমান যুগে ফেসবুক ব্যবহার করে না এমন খুব কম মানুষই আছে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফেসবুক ইউজার এর সংখ্যা। আর ফেসবুক কর্মকর্তারাও কম না তারাও ফেসবুক কে আকর্ষণীয় করার জন্য নিত্য নতুন পরিবর্তন নিয়ে আসতেছে । নতুন নতুন ফিচার যোগ করতেছে ফেসবুকে। কিন্তু কিছু কিছু ফিচার আছে যা আমাদের বিরক্তির কারণ হয়ে দাড়াঁয়। তাই আসুন ফেসবুক কে সাজায় নিজের মতো করে।
অপ্রয়োজনীয় গ্রুপ ডিলিট
ফেসবুকের একটা সমস্যা হচ্ছে আপনার যে কোনো ফ্রেন্ড আপনাকে আপনার অনুমতি ছাড়া যে কোনো গ্রুপ এড করে নিতে পারে। ফলে ঐ গ্রুপ থেকে নিয়মিত নোটিফিকেশন আসা শুরু করে যা কিনা বিরক্তিকর। আপনি ইচ্ছা করলে ঐ গ্রুপ গুলা ডিলিট করতে পারেন । নিচের চিএ দেখুন
News Feed কন্ট্রোল
আপনার একটিভ ফ্রেন্ড এর সংখ্যা যদি বেশি হয় তাহলে দেখবেন আপনার হোম পেজে News Feed হিসেবে পাবেন অনেক links, status messages, photo albums, game requests, spammy apps, likes, group discussions। আপনি ইচ্ছা করলে এই News Feed হিসেবে কি দেখাবে তা কন্ট্রোল করতে পারেন। এজন্য একটি extension ব্যবহার করতে হয় যার নাম F.B. Purity । এটা ইনস্টল করে নিন। নিচের চিএ দেখুন
এভাবে সাজিয়ে নিন। নিজের মতো করে।
ছবি দেখুন আগের স্টাইল এ
ফেসবুকের একটি নতুন পরিবর্তন হচ্ছে যেকোনো ছবি তে ক্লিক করলে একটি নতুন কালো বক্সের মাঝখানে ছবি আসে। ফলে পরের ছবি দেখতে চাইলে আগে কালো বক্স ক্লোস করতে হয়। যা খুব ই বিরক্তিকর । আপনি ইচ্ছা করলে এই কালো বক্স আসা বন্ধ করতে পারেন। এই user script টি ইনস্টল করে নিন। এখন ছবিতে ক্লিক করলে আর কালো বক্স আসবে না।
অপ্রয়োজনীয় Apps থেকে নিজেকে দূরে রাখুন
প্রতিবার যখন ফেসবুকে ঢুকেন নিশ্চয় দেখেন যে কেউ না কেউ আপনাকে কোনো গেম খেলার জন্য রিকুয়েস্ট পাঠাইসে । যেমন Texas HoldEm Poke, Barn Buddy Game। আপনাকে যাতে ফ্রেন্ড রা রিকুয়েস্ট পাঠায়তে না পারে সে ব্যবস্থা করতে পারেন। এই Script টি ইনস্টল করে নিন। ব্যস আপনার কাজ শেষ।