স্ত্রী হত্যার অভিযোগে সাংবাদিক আটক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ত্রী হত্যার অভিযোগে বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর সুমনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাকে মিরপুর এলাকা থেকে আটক করে গতকাল আদালতে পাঠানো হয়। নিহত সানজিদা আক্তার (২৯) জাহাঙ্গীর সুমনের দ্বিতীয় স্ত্রী। তবে পুলিশ বলছে, সাংবাদিক সুমনকে ৫৪ ধারায় আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
নিহতের বাবা মো. শাহজাহান জানান, তার মেয়ে সানজিদা আক্তার ৬৪০, নম্বর দক্ষিণখানে তার স্বামী সুমনকে নিয়ে থাকত। সানজিদা আশকোনা এলাকায় ব্র্যাকের স্কুলের ইন্সট্রাক্টর হিসাবে চাকরি করত। গত দু’দিন ধরে সুমন বাসায় না যাওয়ায় শনিবার রাতে মিরপুরে ৯৬/১, মধ্য পাইকপাড়ায় স্বামীর খোঁজে যায়। ওই বাসার তিনতলায় সুমন তার প্রথম স্ত্রীকে নিয়ে থাকে। রাত সাড়ে ১২টায় সানজিদা ওই বাসার নিচতলায় গেলে সুমন খবর পেয়ে নিচে নেমে আসে। তখন সুমনকে সঙ্গে করে সানজিদা দক্ষিণখানের বাসায় যেতে চাইলে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। একপর্যায়ে প্রথম স্ত্রীও ঝগড়ায় জড়িয়ে পড়ে। তখন সুমন ও তার প্রথম স্ত্রী তিনতলা থেকে কেরোসিন এনে সানজিদার শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয়। সানজিদার সারা শরীরে আগুন ধরে গেলে সে চিত্কার করতে থাকে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে পরদিন রোববার দুপুরে সে মারা যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পরও জাহাঙ্গীর সুমনকে আটক করতে পুলিশ গড়িমসি করে। একপর্যায়ে তাকে আটক করলেও বিষয়টি গোপনে রেখে গতকাল তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
এদিকে এ ঘটনার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই সানোয়ার হোসেন জানান, বিষয়টি পারিবারিক। তবে অগ্নিদগ্ধ হয়ে মেয়েটি মারা গেছে তা সঠিক। সুমন পুলিশকে জানিয়েছে, তিনি দ্বিতীয় স্ত্রী সানজিদাকে নিয়ে রাতেই দক্ষিণখানের বাসায় যাওয়ার জন্য তিনতলায় ওঠার পরই নিচে অবস্থান করা স্ত্রী নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেলে সুমন তাকে হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যায়। সুমন পুলিশকে আরও বলেছে, তার প্রথম স্ত্রী বা সে নিজে সানজিদার গায়ে আগুন ধরিয়ে দেয়নি। এসআই সানোয়ার বলেন, যেহেতু ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই, তাই ৫৪ ধারায় আটক করা হয়েছে সুমনকে। থানায় মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। নিহত সানজিদার গ্রামের বাড়ি যশোর জেলার বিয়ামগ্রামে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন