এই লাস্ট বারের মত...জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রশ্নে অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম' এর থলের বিড়াল বেরিয়ে পড়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার প্রশ্নে অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম' এর থলের বিড়াল বেরিয়ে পড়েছে। একটি জরিপে ডিজিটাল কারচুপি করেছে নিরপেক্ষ সাংবাদিকতার দাবিদার প্রতিষ্ঠানটি। কারচুপির কারণে তাদের জরিপ প্রক্রিয়ার উদ্দেশ্য এবং সততা হয়ে পড়েছে প্রশ্নবিদ্ধ। প্রশ্ন উঠেছে কেনইবা এ ধরনের জরিপ করা হচ্ছে আবার তাদের মনপুত না হলে তা উল্টিয়ে দেয়া হচ্ছে। বিডিনিউজের এমন কান্ডকে অনেকে ডিজিটাল কারচুপি, আবার পাঠকদের বোকা মনে করার গুরুতর অভিযোগ করেছেন। বরাবরই বিডিনিউজে প্রকাশিত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা এবং দলবাজি নিয়ে প্রশ্ন দেখা দিলেও জরিপের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।
গত রোববার ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম' জরিপে প্রশ্ন ছিল ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার। সারা দেশে জামায়াত নিষিদ্ধের দাবি ওঠার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আপনি কি একমত? রোববার রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত ১৩ হাজার ৪০৮ ভোট পড়ে। হ্যাঁ'র পক্ষে তখন ভোট পড়ে ৩৫ ভাগ। বিপক্ষে অর্থাৎ না'র পক্ষে ভোট পড়ে ৬৫ ভাগ। অন্যদিকে তাদের ইংরেজি ভার্সনে একই সময়ে ২৮৫০ ভোট পড়ে। ইয়েস ভোট পড়ে ৪১ ভাগ এবং ‘নো' ভোট পড়ে ৫৯ ভাগ। কিন্তু এরপর মাত্র ২৮ মিনিট পরেই পাল্টে দেয়া হয় জরিপের ফল। ৮টা ৫৩ মিনিটে দেখানো হয় হ্যাঁ ভোট ৮৭ ভাগ এবং না ভোট ১৩ ভাগ। মোট ভোট সংখ্যা ছিল ১৪ হাজার ১৬টি। অথচ এই সময়ে অর্থাৎ ৮টা ২৫ থেকে ৮টা ৫৩ মিনিট পর্যন্ত ২৮ মিনিটে ভোট পড়েছে ৬০৮টি। আর এই ৬০৮ ভোটে কীভাবে ৮৭ ভাগ হলো জরিপে অংশগ্রহণকারীদের কাছে বোধগম্য নয়। ‘হ্যাঁ' ৩৫ থেকে জরিপের স্ক্রীন শট এই প্রতিবেদকের কাছে রয়েছে। গত রোববার বিডিনিউজ জরিপের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এতে বলা হয়, ‘জামায়াত নিষিদ্ধের পক্ষে পাঠকের রায়'। প্রতিবেদনে বলা হয়, জরিপে মতামত দিয়েছে ১৯ হাজার ৭৩২ জন। যাদের মধ্যে হ্যাঁ ৯০ শতাংশ। অর্থাৎ ৯০ ভাগ পাঠক জামায়াত নিষিদ্ধের পক্ষে। আর ১০ ভাগ হলো বিপক্ষে। এবার দেখুন তাদের জালিয়াতি। ১৩ হাজার ৪০৮ ভোটে জামায়াতে ইসলামী নিষিদ্ধের বিপক্ষে ৬৫ ভাগ ভোট হিসেবে ৮ হাজার ৭১৫ জন ভোট দিয়েছেন। নিষিদ্ধের পক্ষে ৩৫ ভাগ ভোট হিসেবে ৪ হাজার ৬৯৩টি ভোট পড়েছে। কিন্তু বিডিনিউজের প্রকাশিত প্রতিবেদনের ৯০ ভাগ ভোট অনুযায়ী ১৭ হাজার ৭৫৮ জন নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছে। আর ১০ ভাগ হিসেবে জামায়াত নিষিদ্ধের বিপক্ষে ১৯৭৩ ভোট পড়েছে। এখানে মোটা দাগে প্রশ্ন হলো রাত ৮টা ২৫ মিনিটে জামায়াত নিষিদ্ধের বিপক্ষে যে ৮ হাজার ৭১৫ ভোট ছিল তা কীভাবে কমে ১৯৭৩ হয়ে গেল। এটা কী করে সম্ভব। ধরে নেয়া যায় ৮টা ২৫ মিনিটের পর জামায়াত নিষিদ্ধের বিপক্ষে আর ভোট পড়েনি তাই বলে প্রাপ্ত ৮ হাজার ৭১৫ ভোট থেকে ৬ হাজার ৭৪২ ভোট কীভাবে কমে যেতে পারে। সেই অসম্ভব কাজটি করে দেখিয়েছে বিডিনিউজ। শুধু কারচুপি করেই নয় এই জরিপের পেছনে জামায়াত নিষিদ্ধে সরকারকে সমর্থন যোগানো তার প্রমাণ পাওয়া যায় ঘটা করে জরিপের ফল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। অতীতে তারা কখনো জরিপের ফলের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেনি।
প্রসঙ্গত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী একজন কট্টর আওয়ামী লীগার। তার প্রতিষ্ঠানে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও সাংবাদিক বেবি মওদুদ সম্পাদকমন্ডলীর সদস্য হিসেবে কাজ করেন। তার প্রাতিষ্ঠানিক পদবী হলো এডিটর টু সোস্যাল ওয়েলফেয়ার। অধিকাংশ সংবাদকর্মীরা সবাই আওয়ামী লীগ ও বাম সমর্থক। বিএনপি ও জামায়াতে ইসলামীকে হেয় করা, সরকারের দুর্নীতি ও ব্যর্থতা চাপা দেয়ার কাজে পারঙ্গম এই প্রতিষ্ঠান। এর আগেও বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার পরিচালিত বাংলানিউজ ২৪ ডটকম একই ধরনের জালিয়াতি করেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর পদত্যাগ করা বিচারপতি মোঃ নিজামুল হক নাসিমের স্কাইপ কেলেঙ্কারির ঘটনাকে বিডিনিউজ বরাবরই ‘কথিত' সংলাপ বলে আসছে। এটা সকলে জানেন যে, স্কাইপ হচ্ছে ভিডিও কথোপকথনের মাধ্যম। বিচারপতি নিজামুল হক নাসিমের কথোপকথনও ভিডিও আকারে ইউটিউবে পাওয়া যাচ্ছে। এরপরেও তারা স্কাইপ কেলেঙ্কারিকে কথিত বলে পাঠকদের ধোঁকা দিয়ে যাচ্ছে। দৈনিক আমার দেশ দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক পত্রিকা। কিন্তু বিডিনিউজ পত্রিকাটি বিএনপি জামায়াতের মুখপত্র বলে উল্লেখ করে। কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় কখনো বলে না।
তাদের এই জরিপ জালিয়াতির বিষয়টি নিয়ে ব্লগেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। গত রোববার রাতেই ‘অাঁধারে জীবন' নামের একজন পাঠক সামহয়্যারইন ব্লগে (সামু) লিখেছেন- কয়েকদিন আগে বাংলানিউজ একটা অনলাইন জরিপ করেছিল। আমরা কম বেশি সবাই জানি যে, তারা সেটার মধ্যে ভন্ডামি করেছে। এবার বাংলাদেশের প্রধান এবং প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ সেই একই পথের পথিক হলো। (স্ক্রিন শট দেখুন)
এবারের বিডিনিউজের প্রশ্ন ছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার। সারা দেশে জামায়াত নিষিদ্ধের দাবি ওঠার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আপনি কি একমত? এই জরিপে রাত ৮.১৮তে ছিল হ্যাঁ ৩৫% না ৬৫% মোট ভোট ১৩৩৩৭,
রাত ৮.৫৩তে এসে তারা করে দিয়েছে হ্যাঁ ৮৭% না ১৩% মোট ভোট ১৪০১৬। এভাবে ফাজলামোর অর্থ বুঝলাম না। মানুষ কি আর সেই রকম বোকা আছে এখনও?
তার এই লেখার প্রেক্ষিতে তন্দ্রামোহ নামের একজন ব্লগার মন্তব্য করেন ভাই ডিজিটাল কারচুপি বলছেন কেন? এটা মত প্রকাশের স্বাধীনতা! সাধারণ মানুষের সাথে প্রতারণা কিন্তু মত প্রকাশের বিষয়। মগা লাকি মন্তব্য করেছেন ওদের ভিজিটর অনেক হতেই পারে। ৩৫ মিনিট অনেক সময় হতেই পারে। জবাবে লেখক বলেছেন, একটু ক্যালকুলেট করেনতো ৮.১৩ মিনিটে ১৩৩৩৭ ভোট যদি হয়। এর পর ৮.৫৩ মিনিটে যদি ১৪০১৬ ভোট হয় তাহলে কি হ্যাঁ ৮৭% না ১৩% হয়? ৬৭৯ ভোটে কি রেজাল্ট এত পরিবর্তন হতে পারে? বাকরুদ্ধ আমি নামের এই ব্লগার বলেন, বাকশাল কায়েম করা হয়েছে। সে আর অভিযোগ করে লাভ নেই। এ জাফর মন্তব্য করেন, হলুদ সাংবাদিকতার জ্বলন্ত উদাহরণ। নাফিস সাদিক শাতিল মন্তব্য করেছেন, বিচার মানলাম কিন্তু তালগাছ আমার। তামিম বলেছেন, ডিজিটাল কারচুপি।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন