এই প্রথম প্রতিষ্ঠিত একটা দলের বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নেমে বাংলাদেশ ক্রিকেট টিমের যে লাইন-আপ দেখলাম, তা নিয়ে আমি বেশ হতাশ। দুজন আনকোড়া নতুন প্লেয়ার, মো: শহীদ এবং সৌম্য সরকার। দুজন
২/৩ টা টেষ্ট খেলা প্লেয়ার, শুভাগত হোম এবং তাইজুল ইসলাম এর সমন্বয়ে গড়া টিমকে মোটামুটি ৪০% অনভিগ্ঞই বলা চলে। বাকি ৬০% এর মাঝে একজন আছেন আবার ইমরুল কায়েস। যে মনে হয় ব্রাডম্যানের থেকেও ভালো ব্যাটসমান ( খালি অফুরন্ত সুযোগ দেয়া লাগে )। যার ব্যাটিং দেখলে মনে ত্রাস সৃষ্টি হয়। দুঃখজনকভাবে সেটা বিপক্ষদলের না, নিজ দলের।ওপেনিংয়ে ইমরুলের নড়বড়ে ব্যাটিং এর কারনে পুরা টিমের টিম স্পিরিট টা নষ্ট হয়ে যায়। তার মানে বলা চলে ১০০% শক্তির ৫০% ই গায়েব। তারউপর আছে ভীষন রকম অনভিগ্ঞই বোলিং লাইন-আপ।
এই শক্তি নিয়ে পাকিষ্তানের সাথে জেতা দুরে থাক, যদি ম্যাচটা শক্ত প্রতিদ্বন্দিতা করতে পারে, তবে সেটাই হবে বাংলাদেশ দলের জন্য ভীষনরকমের মিরাকল।
আমার মতে ইমরুলকে বাদ দিয়ে সৌম্যকে তামিমের সাথে ওপেনিংয়ে পাঠানো যেত।
আর নাসির হোসেনকে দলে নিলে খালি ব্যাটিং শক্তিই বাড়ত না। এক্সট্রা একটা বোলারও পেত বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৯