ম্যাচ প্রিভিউ:
ইমরুল কায়েস: আমি হইলাম সৈয়দ ভংসের পোলা। আমি কি অস্ট্রেলিয়াতে ক্রিকেট খেইলা গায়ের মাখন ঝরাইতে আইছি? আমি আইছি বিশ্বকাপে সেলফি তুলতে। আর যেহেতু আমারে আনতে বিসিবির ৫/৬ লাখ টাকা খরচ হইসে। তাই আমি পুরা তিনটা ম্যাচ খেইলা ৯ রান কইরা দেখলাম প্রতি রান এক লাখ টাকা হিসাবে আমি বিসিবির ৯ লাখ টাকার রান বানাইয়া দিসি। কিন্তু বিসিবি তো আর আমারে ৪ লাখ টাকা ফেরত দিব না। তাই ইন্ডিয়ার ম্যাচে একটা বাউন্ডারি (৪ রান ) না ঠেকাইয়া বিসিবির ব্যালান্স শিট মিলাইয়া দিসি।
তামিম ইকবাল: ১ বলে ৩৬ রান নিয়া আমি দেখাইয়া দিতে চাইছিলাম, এবিডিভিলায়র্স, সাঙ্গাকারা আসলে ব্যাট টা এখনো ধরতেই শিখে নাই।
নাসির হুসেন: বল নষ্ট হয় হোক। নো রিস্কি শট। ম্যাচতো হেরেই গেছি। এখন কোনমতে ৪০/৫০ কইরা বাংলাদেশের পরের টিম স্কোয়াডে জায়গা পাকা কইরা রাখতে হইবো।
মাশরাফি, রুবেল, তাসকিন: শর্টবল, ইয়র্কার, বাউন্সার এইগুলা কি ? ঐ যে রুবেলের প্রথম স্পেলের যে বল গুলা ভারতীয় ব্যাটসমানদের খেলতে অসুবিধা হইতেছিল। যে বলগুলা তে টপাটপ করে আপনাদের উইকেট গুলা পইরা গেলো। ওহ ! আচ্ছা ঐ বল গুলা ? আম্পায়ার মামায় কইসে ঐগুলা নো বল। ঐগুলা করা যাইবো না।
আম্পায়ার মামা: বড়দলের কাছ থেকে টাকা খাই কি ছোটদলগুলারে জিতানো
জন্য? বেইমান হইলেও আমাগো একটা নীতি আছে।
আইসিসি : কি খেলবি ? সেমিফাইনাল ? কোন টিম বাদ হইবো ? ভারত ?
ভারতের কাছ থেকে মাসে মাসে লাখ লাখ টাকা যে খাই এইটা কি তুই দিবি ?
যা ভাগ টুর্নামেন্ট থেইকা। এমনিতেই ইংলান্ড আব্বাদের হারাইয়া চান্দি গরম কইরা রাখছো। আবার আইছো সেমিফাইনাল খেলতে !!! সামনে থেকে তোদের বিশ্বকাপ খেলার মওকা বন্ধ। আট দলের বিশ্বকাপ হইবো। তোরা বাদ ।