এই পৃথিবীর ছায়া ঘেরা পথে
যত টানা হেটেছি,দেখেছি আরো বেশি
মানুষের মুখের হাসি,নইত চোখের পানি
ক্লান্তি আসনি চোখে, কারন মনের চোখে
দেখেছি চর্ম চোখ,হতে বেশি ।
বৃষ্টি ভেজা দিনে, মৃদু সূর্যালোকে
নদীর স্রোতের দিকে অপলকে তাকিয়ে
সাদা কাশফুলের মাঝে বেলে মাটিতে বসে,
আমি দেখছি,কত আরাধনা,দেখেছি সবুজ,
দেখেছি গাঁয়ের বধূ,আচল পেঁচিয়ে কোমরে
নদীর পাড়ের জিবন যুদ্ধে,
দেখেছি তার মুখে,ঘামের ঝরনা
তবুও তার মনে দেখছি কস্টের ভালবাসা ।
দেখেছি শিশুর উন্মাতাল উৎশ্বাস,
ক্লান্তিহীন প্রমত্ত নদীর স্রোতে।
শুনেছি জেলেদের অদ্ভুত ভালবাসার সুর
আর নাচতে থাকা ফিঙে পাখি,
নতুবা মাছরাঙার মৎস্য শিকার দেখেছি,
আমি দেখেছি এই গাঁয়ের নদীর মেঠপথে
আমি চোখ ভরে দেখেচি,ঘ্রানে নিয়েছি স্বাদ
ফুসফুস আমার বাংলার মাটি,হৃদয় তার প্রাণ ।