একবার সাফ গেমস নাকি এশিয়ান গেমস, কোনটায় যেন বাংলাদেশ কাবাডি দল রুপা পাইসিল । ঐ দলের এক খেলোয়াড়কে এক সাংবাদিক জিগাইসিল , আপনারা সোনা জয়ের জন্য গিয়েছিলেন, রুপা কেন ? বেচারি তখন মাত্র প্লেন থেকে নামসে। গায়ের কোটের দিকে দেখাই বলল , ভাই; আমার এই কোট দেখতেসেন? এটা আমার না, আরেক জনের থেকে ধার করে আনা। সারা বছর আমাদের কোনও খবর থাকে না, শুধু গেমসের সময় পদক জয় করলে একটা ফুলের তোড়া জোটে ।
উপমহাদেশের প্রথম আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ। অথচ তারই অনুসারী রিফাত বিন সাত্তার , জিয়া কোন প্রকার কোচ , প্রশিক্ষণ পায় না। নিজের চেষ্টাতেই যেটুকু সম্ভব দিয়ে যায়।
দৌড়ে এবং সাতারে কোনও ইলেক্ট্রনিক সময়- পরিমাপক নাই। এখনো মান্ধাতা আমলের মত হাতঘড়িতেই খেলোয়াড়দের টাইমিং মাপা হয়। ঘড়ি দূরে থাক, অধিকাংশ পুলের যে পানি , আহাহা ।
পুলিশের পিটানি খাওয়া শুটার আসিফই আমাদের সোনার পদক এনে দেয়।
আর আমাদের সোনার ছেলে ক্রিকেটাররা ? তেনারা আমাদের ওয়েস্ট ইন্ডিজের কাছে ২য় ওয়ানডেতে ২৪ ওভারেই ৭০ রানে অলআউট হওয়ার মত খুশির বন্যায় ভাসিয়ে তোলেন ।
শুধু ক্রিকেট বোর্ড এদের পিছনে যে খরচ করে , তার ১/২০ ভাগও যদি এইসব খেলার "গরিব" বোর্ডগুলা পাইত , তাইলে মনে হয় সাফ গেমসে পদকের জন্য এত হাহাকার করা লাগত না।