আমরা খুব সুখে আছি। এমন এক দেশে আছি , যেখানে সব খুব ভালভাবে চলছে।
এদেশে খাবারে কোন রাসায়নিক দেওয়া হয় না , ( দুষ্ট লোকেরা যদিও ফরমালিনের কথা বলে ) কিন্ত সরকারী সংস্থা ৭বার পরীক্ষা করেছে একটাতেও কোন প্রমাণ পায়নি।
এদেশে কোনও প্রশ্ন ফাঁস হয়না,( দুষ্ট লোকেরা যদিও বলে ফাঁস হয়েছে ) কিন্ত মাননীয় শিক্ষামন্ত্রী নিজে বলেছেন গত ৫ বছরে কোন ফাঁস হয়নাই।
এদেশে অবলীলায় ৭ জনকে গুম করে ফেলা যায়, দুষ্ট লোকেরা চেঁচামেচি করলেও মুল হোতারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়।
এদেশে এএসপি দুষ্টামি করলে তাকে একটু আধটু বকাবকি করা যায় ( হারামজাদা , ** বাচ্চা , তোরে আমি দেইখা নিব) ; তাতে কারও কিছু যায় আসে না।
এদেশে ভারতীয় পণ্যবাহী ট্রাক চললেও পররাষ্ট্রমন্ত্রী বলেন , ভারতকে ট্রানজিট দেওয়া হয়নি।
এদেশে আইনপ্রয়োগকারী সংস্থা নিজেরাই মানুষ গুম করে ফেলে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে নির্বাচিত সরকারের অধীনে দেশ দারুণভাবে এগিয়ে যাচ্ছে । জিডিপি ধামধাম করে বাড়ছে । চারিদিকে খালি সুখ আর সুখ।
আসলেই খুব ভাল আছি। প্রিয় বাংলাদেশ, তুমি ভাল আছ তো??