মাঝে মাঝে মনে হয়, একটা টাইম মেশিন পাইলে মন্দ হইত না। আমার সকল জামাত-শিবির সমর্থক পরিচিত ব্যক্তিবর্গকে ৭১ সালে পাঠাই দিতাম। দ্যাখ, তোরা নিজের চোখেই দেখ; আমাদের প্রানপ্রিয় শহীদ বীরশ্রেষ্ঠ আব্দুল কাদের মোল্লা আর তেনার সহযোগী রাজাকার সাইদি, রেজাকার কমান্ডার নিজামি, আলবদর কমান্ডার মুজাহিদ, কামরুজ্জামান, আলিম,বাচ্চু - উহারা কি কি সুকীর্তি স্থাপন করিয়াছিলেন । দ্যাখ , দেইখা তারপর বল । তাদের পরিবারের সদস্যবৃন্দ হয়ত কোনভাবে রেহাই পেয়েছিল, যাদের পরিবার এরকম পায় নাই তারাই জানে।
মাঝে মাঝে সত্যি অবাক হয়ে যাই। কিভাবে তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে ? এই যে এত এত চাক্ষুস সাক্ষী,এছারাও হাজার হাজার ছবি, ভিডিও - এর সবই কি বানোয়াট ? সবই কি আওয়ামী লীগ আর ভারতের ষড়যন্ত্র ?? এও কি সম্ভব ! বর্তমান কালের ফটো-ভিডিও এডিটিং এর যুগে হয়ত সম্ভব; কিন্তু ঐ সময়ে? কি আর বলব ; যেখানে একজন এম.পি. বলেন শহীদ হয়েছেন ৩ লাখ (৩০ লাখ নয় ); সেখানে আর বলার কিছু নাই।
বড়ই চিন্তায় আছি; ১৫-২০ বছর পরে মুক্তিযুদ্ধের আবার কোন নতুন সংস্করণ বের হয় কে জানে !