আগামী মঙ্গলবার থেকে ১৮ দলের কর্মসূচি । ১৮ দলীয় জোটের আত্মগোপনে থাকা দলীয় নেতাকর্মীরা রাজপথের আন্দোলনে অংশ গ্রহণের মাধ্যমে আগামী ১৭ ডিসেম্বর থেকে টানা অবরোধ, দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছায় কারাভোগ, গণকারফিউ এবং অবস্থান কর্মসূচি পালনের ব্যাপারে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনা এইটা না। ঘটনা হইলো আগামীকাল দেশব্যাপী জামাতের ডাকা হরতাল । ভাল ভাল, খুব ভাল। স্বাধীন দেশে সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু এইটা মাথায় ঢুকতেসে না ; বিজয় দিবসের একদিন আগে , সারা দেশ (থুক্কু আওয়ামী লীগ ) যেখানে এক রাজাকারের ফাঁসিতে উদ্বেলিত সেখানে তারা হরতাল ডাকার সাহস পায় কই থেইকা ? ৭১ এর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি (থুক্কু গণ্ডগোলের বছরের অসহযোগ আন্দোলনরত তৌহীদি জনতা ) যারা এদেশের স্বাধীনতাকেই স্বীকার করে না , আমাদের মহান বিজয় দিবসের একদিন আগে এভাবে হরতাল ডেকে ওইদ্ধত্য প্রকাশের সাহস তারা পায় কই থেকে ?
কিসের হরতাল ? এইসব #$%@*&^! (টুট টুট )হরতাল মানি না । কালকে আমি তো বাইর হইতেসিই, অনুরধ করবো অন্যরাও বের হন। এইসব *** দের দেখাই দেওয়া দরকার, আমরা এদের মানি না।
একটা জোকস ঃ আগামীকাল রাজশাহিতে জাতীয় পার্টি হরতাল ডাকসে । কই যে যাই !!!