শান্তিনগরে বাংলালায়নের কাস্টমার কেয়ারে গেসিলাম। আসার সময় দেখি ৬-৭ জন পুলিশ। আমারে থামাইল। একজন নাম জিগাইল , বললাম ।
কি কর ?
-ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি ।
কোন সাবজেক্ট ?
- পরিসংখ্যান .
(ঈষৎ হাসিয়া) দেখে তো বাচ্চা বাচ্চা লাগে; মনে হয় হাই স্কুলে পড় । দেখি, আইডি কার্ড দেখি।
মাইরালচে । যাই হোক, কার্ড দেখাইলাম।
বাড়ি কই?
-হবিগঞ্জ ।
ঠিক আছে , যাও ।
হাটা ধরসি, ১০-১১ বছরের এক পিচ্চি, কাধে ব্যাগ, আমাকে জিগায় " বস , ধরসিল নাকি? " বলেই সেই রকমের একখান হাসি।
-হুম
কি জিজ্ঞেস করলো ? (আবার হাসি )
-তেমন কিছু না ভাইয়া। এই নাম-ধাম ।
ও আচ্ছা। বলে আরেক দফা হাসি দিয়া একটা হোটেলের মধ্যে ঢুকে গেল।
মজাই পাইসি। শেভ করি নাই; তাতেই হাই স্কুল । শেভ করলে কোন ক্লাসে হইত ?