শিরোনাম নিয়ে অনেক ভাবার পর একটু ভিন্নতা আনার জন্য এই রকম একটা উদ্ভট টাইটেল/ শিরোনাম নির্বাচন করতে বাধ্য হলাম, কারণ বিষয় বস্তুর সাথে সামঞ্জস্য হ্য় এমন কোন শিরোনাম মিলাতে না পারা। (তবে সাবটাইটেল সহ)
চলুন একটা জোকস দিয়ে শুরু করি: (কমন পড়তে পারে)
ছেলো তার বাবার কাছে গিয়ে জিঙ্গাসা করল "বাবা রাজনীতি কি?"
বাবা উত্তরে বললেন " আমি বাড়ির উপার্জনকারী তা্ই আমাকে তুমি পুজিবাদি সমাজ/অর্থনীতি বলতে পারো। তোমার আম্মা সকল কাজ তদারকি করেন তাকে সরকার বলতে পারো। আমরা তোমার সকল চাহিদা পুরণ করি তাহলে তুমি নিজেকে জনগণ বলতে পারো। বুয়াকে নিম্নশ্রেণীর জনগণ বলতে পারো। তোমার ছোট ভা্ইকে ভবিষ্যৎ ভাবতে পারো। এখন মনে হ্য় মিলিয়ে নিতে পারবে"।
ছেলে বাবা কি বলেছিলেন সে সম্পর্কে চিন্তা করতে করতে ঘুমোতে গেল।
সেই রাতে সে তার শিশু ভাইকে কাদতে শুনলো। সে ঘুম থেকে উঠলো কি হয়েছে তা দেখার জন্য। সে দেখে যে তার শিশু ভাই বিছানা ময়লা করে ফেলেছে। সে তার বাবা মার রুমে গিয়ে দেখলো তার মা গভীর ঘুমে। তাকে না জাগিয়ে সে কাজের বুয়া রুমে গেল এবং দেখলো তার বাবা বুয়ার সাথে এক বিছানায়। সে অসহায় অবস্থায় ঘুমাতে চলে গেল।
পরের দিন সকালে ঘুম থেকে জেগে সে তার বাবাকে বলল যে সে রাজনীতির অর্থ বুঝতে পেরেছে। বাবা তাকে বাহবা দিয়ে কি বুঝছে তা জানতে চাইলো।
ছেলে বলল " পুজিবাদ যখন নিম্নশ্রেনীকে শোষণ করে, তখন সরকার গভীর ঘুমে থাকে। জনগণ সবসময়ই এড়িয়ে যায় এবং ভবিষ্যৎ আস্তাকুড়ে পড়ে থাকে "।
এবার আমরা একটু বাস্তবে ফেরত আসি আমরা কি আসতে পারবো সেটা
একটা বড় প্রশ্ন। আমরা (জনগণ) সব সময় মূলা দেখে বাশঁ হজম করছি। এর জন্য দায়ী আমরা কাকে করবো সেটা উপরের জোকস্ থেকে পরি্ষ্কার হয়ে যাও্য়ার কথা।
হ্যা, দা্য়ী আমরা সাধারণ জনগণ। (আমরা বলতে আমি আপনি সবা্ই)
অন্ধ তার মন শক্তি দিয়ে দেখতে পা্য় আমার তো মনে হয় আমাদের সেই শক্তিও নাই। আমরা এমন অধম হয়ে গেছি যে ম্যাগনিফাইং গ্লাস দিলেও আমরা কম দেখব।
কিছু কমন শব্দের বর্তমান অবস্হা আনুযায়ী অর্থ বলতে গেলে নিম্নোক্ত ভাবে বলতে হয়:
CEO - Chief Embezzlement Officer.
CFO - Corporate Fraud Officer.
BROKER - What my broker has made me.
PROFIT - Religious guy who talks to God.
STOCK MARKET - Where people goes to give money to someone who have a lot.
STOCK ANALYST - Idiot who just downgraded your stock.
MINISTER - Who do not know the meaning of Nonsense.
PARLIAMENT - A place of re-union of the MPs.
MONEY - A trash paper/waste paper.
চলবে.........................
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১২ রাত ২:৪৯