যারা বা্ইরে যেতে ভয় পায় ও সাচ্ছন্দ্য বোধ করে না তাদের জন্য একমাত্র ওষুধ হল প্রকৃতির এমন একটি স্থান যেখানে সে র্স্বগের সুখ এবং স্রষ্টার সানিধ্য অনুভব করা যায় (অবশ্য মানুষের পক্ষে প্রকৃত র্স্বগের সুখ এবং স্রষ্টার সানিধ্য অনুভব করা অসম্ভব)। শুধুমাত্র যখন একজন মনে করে যে সে ভাবেই হচ্ছে যেভাবে এটি হওয়া উচিত।
যতক্ষন পর্যন্ত প্রকৃতি তার স্বরুপে থাকবে এবং এটা থাকবেই, ততক্ষণ সব দুঃখের উপশম থাকবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রকৃতি হল সকল সমস্যার সমাধান।
আশা করি ছবি গুলো আমাদের ব্যস্ত ও যান্ত্রিক নাগরিক জীবনে কিছুটা প্রশান্তি দিতে সক্ষম হবে..............
(সকল ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত)
১. অদুরে যাত্রা
২. গৃহ পাণে মৌমাছির একটি ঝাঁক, পরাগ সঙ্গে আংশিকভাবে মধুসংগ্রহ শেষে।
৩. মেঘের আনাগোনা
৪. এখানে বসতে কার মন চাইবে না, হইতো নির্দয়ের !!!!!
৫. ভয় ও কখনও কখনো সুন্দর হয়......
৬. এখানে হারিয়ে গেলে কেমন হয়.
৭. আমার তো এখনই চালাতে মন চাচ্ছে!!!!!!! কিন্তু ছবিতে মনে হয় একটু ধাধা আছে....
৮. কিছু বলার না্ই, তবে ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!!!!!!!!!!
৯. গোধূলি বেলার খুনসুটি । । । । । ।
১০. এটকিছুর পর মন কোনটা চাই............
নির্মল আনন্দ
নাকি বন্দিতা
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৯