জামাত শিবিরের মুনাফিক গুলার মিথ্যাচার ধরায় দেয়াতে ব্লগার জুলকারনাইনসাবাহ আমাকে ব্লক করেছেন। জামাত শিবিরকে আমি মুনাফিক বলার কারণটা একটু ব্যাখ্যা করি। মুনাফিক তারাই যারা মুখে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে ইসলামের কোন কিছুই লালন করে না। জামাত শিবির মুখে ইসলামের কথা বললেও তাদের কাজে কর্মে তার প্রমান পাওয়া যায় না। সাঈদীকে বাচানোর জন্য তারা হেন অনৈইসলামীক কাজ নেই করে চলছে। কাবা শরীফ নিয়ে মিথ্যা বলতেও এদের বিবেকে বাধে নি। কাবা শরীফের গিলাফ পরিবর্তনের ছবি দিয়ে তারা প্রচার করে দিল, কাবা শরীফের ইমামও সাঈদীর পক্ষে দাড়িয়েছেন।
আসল ছবি: http://www.test.arabnews.com/node/320158
মুনাফেকী জামাতীদের ছবি: Click This Link
আরো একটি ছবি দিয়ে তারা মিথ্যাচার করে চলছে।
ব্লগার “জুলকারনাইনসাবাহ” যে জামাত-শিবিরের একনিষ্ঠ কর্মী, এটা আমার জানা ছিল না। তার এই পোষ্টটি Click This Link পড়া শেষে হয়ত আমি কোন কমেন্টও করতাম না, কিন্তু আমাকে থামতে হল, যখন দেখলাম, ব্লগার “জুলকারনাইনসাবাহ” পোষ্টটির সূত্র হিসাবে ফেইসবুকের “বাঁশেরকেল্লা (Basherkella)” নামক পেইজটিকে ব্যবহার করলেন। “বাশেঁরকেল্লা” হলো জামাত-শিবিরের তৈরী একটি ফেবু পেজ যেখানে তারা এখনও কাবা শরীফের সেই ছবিটি ফেইসবুকে দিয়ে রেখে মিথ্যাচার করে চলছে। অত্যন্ত মাজির্ত ভাষায় আমি উপরের দুটি লিংক দিয়ে ইসলাম নিয়ে মিথ্যাচার না করার অনুরোধ করলাম। ঘন্টা দুয়েক পর উনার প্রতিক্রিয়া দেখার জন্য সামু খুলতেই দেখি “জুলকারনাইনসাবাহ” আমাকে ব্লক করেছেন।
স্ক্রীনশট:
ব্লক হয়েছি, এত বিন্দুমাত্র দু:খ নেই, কিন্তু একজন সাঈদীর জন্য কাবা শরীফ নিয়ে মিথ্যা বলার হেতু কি? এভাবে ব্লক করে তারা কতদিন ইসলামের নামে মিথ্যার চর্চা করবেন? নবীজী (স এর সময়ও মুনাফিকরা ছিল, আজও আছে, কালও থাকবে।
সবাই ভাল থাকবেন।