আমার প্রশ্ন, কিসের উপর ভিত্তি করে একটি পোষ্ট প্রথম পাতায় স্টিকি হয়? "দুঃখিত বাংলালিংক, আপনারা এক বছর দেরী করে ফেলেছেন।" (Click This Link) পোষ্টটি পোষ্টটি তো দেশের কোন সাধারণ সমস্যাও তুলে ধরে নি। তাহলে কেন এ্টই পোষ্টটি প্রথম পাতায় স্টিকি করা হল?
অথচ আমার "বার্থ সাটিফিকেট এবং পররাষ্ট্র মণ্ত্রনালয় সত্যায়িতকরণ অভিজ্ঞতা" (Click This Link) এই পোস্টটি বাংলাদেশের একটি কমন সমস্যা তুলে ধরার পরও স্টিকি করা হল না।
সবশেষে এও বলছি, উক্ত পোস্টটির লেখক "নোটিশবোর্ড" এর সাথে আমার কোন ব্যক্তিগত আক্রোশ নেই। আমার জানা নাই, কোন কোন কারণে একটি পোষ্ট প্রথম পাতায় স্টিকি করা হয়? কারো জানা থাকলে দয়া করে জানাবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৮:৫২