.
হয়ত এতক্ষণে বুঝে গেছেন ৪ মাস লিখার কারণটা কি,এখানে
না বুঝার কথাও না। এই দিনটার অপেক্ষাই তো পথ চেয়ে
আছে আমি আপনি ও কিছু পাগলা পাগলিরা। যার রেখে যাওয়া সৃত্যি
গুলো এখনো প্রতিটি মুহূর্তে মনে রেখেছে তার
সবাই। যার ফিরে আসা জন্য এখনো প্রার্থনারথ আছে তারা।
.
হুম... বলছিলাম,, না আজ আর কোন নাম লিখব না,যার সম্পর্কে
বলছি, যার কথা বলছি, যারা বুঝার কথা তার ঠিকই বুঝে গেছে।
.
জানেন, যদি নাম ছাড়াই আপনি বুঝতে পারেন সে কে,
তাহলেই সে স্বার্থক। স্বার্থক তার গড়ে যাওয়া কিছু জয়ের
মুহূর্ত। কিছু দিয়ে যাওয়ার বিনিময়ে যে এখনো তাকে মনে
রেখেছেন এরই জন্য।
.
বিপিএলে সামান্য ভুলের জন্য ৩ বছর আগে নিজের ক্যারিয়ার
নিজ হাতেই নষ্ট করেন তিনি। দেশেপ্রতি ভালবাসা ও প্রিয়
ভক্তদের সাথে এমন প্রতারণা করতে চাইনি বলেই নিজে
দোষ নিজেই শিকার করে নিয়েছেন সেইদিন
সবচেয়ে কম বয়সি টেষ্টে সেঞ্চুরিয়ান ব্যাক্তিটি।
.
শাস্তির মেয়াদ প্রায় শেষ দিকে,সে স্বপ্ন দেখে লাল-
সবুজের জার্সি গায়ে মাঠে ছুটা ছুটি করছে। এই স্বপ্ন যেন
পূরণ হয় সেই কামনায় করছি।
.
সব কিছু যদি ঠিক থাকে হয়ত নবেম্বরের বিপিএলেই দেখা
যাবে তাকে। দেখা হবে...খেলা হবে... ৩ বছর পর ব্যাটে
বলে ফিরে গর্জনও হবে!!.
শুভকামনা আশরাফুল ভাই।