একটি স্বার্থক প্রেমের গল্প
সুন্দর এক অপূর্ব সকাল।পাখীরা কলরব
করছে।করছে আনন্দ উল্লাস।ঘাসের উপর
শিশির কণার মাঝে সোনালী রোদের প্রতি
ফলনে মুক্তাদানার মত চকচক করছে।রিনি
ঝিনি বাতাশে গাছের শাখায় মাখায় পাতায়
পাতায় অপূর্ব আওয়াজের শিহরণ তুলেছে।
'
সেই সুরে হৃদয়ে ছুয়ে যায় হর্ষের ফল্গুন ধারার
পরশ।হেমগণী বৃক্ষের পাতার আড়ালে
কোকিল ডাকছে কুহু কুহু সুরে।খুব সুন্দর
লাগছে এই অসময়ে কোকিলের ডাক।যদিও
এখন অগ্রহায়ণ মাস।তবুও ডাকছে কোকিল।
'
সেই... বাকিটুকু পড়ুন