জীবন বিকৃত
মরার পর লাশ যদি বিকৃত হয়
তাহলে মন কেনো হবে না?
মনের সাথে মনের মিল না হলে সে মন বিকৃত
পছন্দের সাথে পছন্দ মিলেমিশে একাকার না হলে
সে পছন্দ বিকৃত
কথার ভাঁজে অপর কথা বললে
সে কথা বিকৃত
নতুন ভাবে ভাববার চেস্টা করলে সে ভাবনা
বিকৃত।
বিকৃত কথা টা যে শুধু আমরা মনে মনে ধারণ করে নিয়েছি শুধু তাতেই আমরা ক্ষান্ত হইনি,
বরং আধুনিক যুগে বিকৃত কথার উপর ভিত্তি করে আমরা পা দেই একে অন্যের ঘাড়ে
আর উঠে যাই উঁচুতে,
মিথ্যে উঁচুতে ।
সমাজ যদি এমন বিকৃত মানবশূন্য হয়ে যায়,
তাহলে পুরো জাতিই একসময় বিকৃত হতে বাধ্য।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ রাত ১:১৩