আমি এখন বলবো হুমায়ূন স্যারের গত ২০১০ এর জন্মদিনের কথা।
আমি অনেকদিন থেকেই ভাবছিলাম স্যারের সাথে জীবনে অন্তত একবার দেখা হওয়া দরকার। যার লেখারা সব আমার জীবনের এতগুলো বছরের পথ চলার সাথে সাথী হয়ে চলেছে, যে মানুষটার লেখা পড়তে এত বেশি অপেক্ষায় থাকি.... তার সাথে, সেই মানুষটার সাথে একবার অন্তত দেখা হওয়া দরকার। নিজের মনের একান্ত তাগিদেই চিন্তাটা শুরু ...
আমার ডাকটেকেট সংগ্রহের শখ আছে, তাই ভাবলাম আমাদের দেশের ডাক বিভাগ অনেক বিখ্যাত ব্যক্তিকে নিয়েই ডাকটিকেট ও উদ্বোধনী খাম প্রকাশ করে থাকে...কিন্তু বেশিরভাগই তাঁরা স্বশরীরে বেঁচে থাকতে করেনা। একদিন হয়ত বাংলাদেশ ডাক বিভাগ হুমায়ূন স্যারকে নিয়ে ডাকটিকেট ও উদ্বোধনী খাম প্রকাশ করবে কিন্তু সেই খামে হুমায়ূন আহমদের স্পর্শ পড়বেনা........................................
ভাবলাম স্যারের জন্মদিনে আমি যদি একটা বিশেষ খাম তৈরি করে ফেলি আর তাতে যদি হুমায়ূন স্যার স্বহস্তে তাঁর ঠিকানা লিখে দেন তাও আবার তার জন্মদিনের মতো একটা বিশেষ দিনে..তাহলে কেমন হয়!! এই ছেলেমানুষি ভাবনা থেকেই আনাড়ি ভাবে খামটা তৈরি করলাম। আমার মনে হলো এই খামে যদি তাঁর কলমের ছোঁয়া একবার পায় তাহলে খামটা আর সাদামাটা কিছু থাকবেনা হবে ...অন্যরকম কিছু।
১৩.১১.২০১০ সকাল সকাল চলে গেলাম শাহবাগ, উদ্দেশ্য একটাই স্যারের জন্য ফুল নিতে হবে..গিয়ে পড়লাম আরেক ঝামেলায় স্যারের প্রিয় কোন ফুল আছে কিনা তা জাননিা....তারপর যাই হোক নিলাম দোলনচাঁপা.... ফুল নিয়ে আর স্যারের একটা প্রিয় খাবার..যেটা তিনি তাঁর একটা বইয়ে উল্লেখ করেছিলেন; এই দুটো নিয়ে ছুটলাম স্যারের 'দখিন হাওয়ার' পানে.... আমি ভাবছিলাম স্যারের দেখা পাবো কিনা? ...স্যারের দরজার সামনে দাড়িয়ে দেখলাম দরজা খোলা উকি দিতেই দেখি স্বয়ং স্যার মেঝেতে বসে খবরের কাগজ পড়ছেন, ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালাম..স্যার একটু হলেও অবাক হলেন কারণ নিচ থেকে দারোয়ানরা তাকে জানায়নি যে কেউ এসেছে দেখা করতে, স্যার বললেন বসো ...কি পড়? ..স্যারের সব পাঠকের মতো আমি স্যার কে আলাপের শুরুতেই জানিয়ে দিলাম আমি আপনার বই পেলেই পড়ি আর নতুন বইয়ের অপেক্ষা করি।
এরপর খামটা বের করে স্যারকে এটা বললাম যে খাম কেন এনেছি ..স্যার কোন কথা না বলে খামে ঠিকানা লিখে দিলেন ....আমি পেলাম আমার 'অন্যরকম কিছু ....
তারপর আরো কিছুক্ষণ ....স্যার বললো দেখা হবে ...আমি অপেক্ষায় আছি.......................
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১২ রাত ২:১২