বিজয় দিবস এলেই মনটা খুব ভাল হয়ে যায়।
অনুভব করতে চাই বিজয়ের সেই আনন্দ পারিনা কারন কিছুই যে জানিনা আমাদের মু্ক্তিযুদ্ধ সম্পর্কে । আমরা এই নতুন প্রজন্মের
বাংলাদেশিরা কি সব সময় প্রতারিতই হতে থাকব,আমাদের কি জানার হক নাই মুক্তিযুদ্ধের প্রকৃত কাহিনী সম্বন্ধে,আমাদের কেন বার বার মিউজিকাল চেয়ারের খেলার পুতুল করে রাখা হয় আর বলা হয় একবার ইনি আমাদের নায়ক আর একবার বলা হয় তিনি আমাদের নায়ক,আমরা সঠিকটা জানতে চাই শুরু থেকে শেষ।
সব কিছু যা ঘটে গেছে,যা আমাদেরকে সব সময় ভোগান্তি দেয় ।যেই ঘটনাগুলা আমাদেরকে নাড়া দেয় ,যেই মৃত্যু গুলা আমাদের কাদায় ,রহস্যে আবৃত রাখে।
দেখতে চাই শুদ্ধ একটি দেশ যেই দেশের কোনো কলন্ক থাকবেনা
কবে পাব আমরা আমাদের সত্যিকারের স্বাধীনতা,কবে হবে আমাদের সত্যিকারের বিজয়.. চারপাশে বিজয়ের দিনকে স্বাগত জানানোর জন্য আতশবাজি ফুটছে আর ...বাজছে হিন্দি গান লাগাম ছাড়া কথাবার্তার...ভাল লাগেনা চাইনা এইরকব স্বাধীনতা,চাই সত্যিকারের এক শক্তিশালী স্বাধীনতা।