পালক
বাহুর বাঁধন ছিঁড়ে গেলে অন্তর বাঁধন কে ডাকি,
আর নতুন স্তরের খোঁজ করি ।
জলে ভাসমান গোড়ার মত আঁকড়ে ধরি সমস্ত বাসনা,
জলাঞ্জলি দেই আগ্রাসনে,আক্রোশে
ভেঙ্গে গড়তে সময় লাগে কিন্তু আড়াল করি
শাদা সাদা পালকের উড়ন্ত স্বাধীনতাটুকু ভাবায়
এক পশলা আঁধারের চুম্বন গায়ে এসে পড়ে আশায়
নতুন প্রাপ্তি ধরে রাখার আগ্রহ... বাকিটুকু পড়ুন