ছেলে শ্বশুর বাড়ি যাবে। বুদ্ধি-শুদ্ধি একটু কম তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল। বললো, তোর শ্বশুরের অসুখ তাই আগে গিয়ে জিজ্ঞাস করবি কেমন আছেন ? উনি হয়তো বলবে, ভালো। তখন তুই বলবি, এটাই আমাদের কাম্য। তারপর তিনি কি পথ্য করেছেন জানতে চাইবি। তিনি কিছু একটা বলবেন। তুই বলবি, অতি উপাদেয় পথ্য। রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হবেন। তারপর জিজ্ঞাস করবি, কোন ডাক্তার তার চিকিৎসা করছে। ডাক্তারের নাম শুনে গম্ভির হয়ে বলবি, খুব ভালো ডাক্তার নাম যশ আছে।
কিরে ঠিক মত মনে থাকবেতো ? ছেলে ঘাড় নেড়ে বের হয়ে গেল।
শ্বশুর মসাই রোগে ছটফট করছেন, জামাই হাসতে হাসতে এসে জিজ্ঞাস করলো, কেমন আছেন বাবা ?
শ্বশুর: আর থাকা, মরলেই বাঁচি।
জামাই: এটাই আমাদের কাম্য। তা কি পথ্য করেছেন ?
শ্বশুর: ( চটে গিয়ে ) ঘোড়ার ডিম।
জামাই: বাহ খুবই উপাদেয়, রোজ খেলে সুস্থ হয়ে উঠবেন। তা কোন ডাক্তারকে দেখিয়েছেন ?
শ্বশুর: ( আরও চটে গিয়ে ) ডাক্তারের নাম যম।
জামাই: খুব ভালো ডাক্তার, নাম যশ আছে প্রচুর।