আফসুস এর কথা আর কি কমু?
একটা মোস্টলি ফেভরিট ছং দিয়াই শুরু করি
শীতলক্ষার পাড়ে তোমায়
জানাই নিমন্ত্রন
গাছ গাছালীর ছায়ায় বসে
করব আলাপন

এক আকাশ শুভ্রতা
করি পান নিশীদিন
প্রজাপতি হয়ে মন
উড়ে চলে প্রতিদিন

ও নদীরে,
তুই যাস কোথায়রে
কল কলাইয়া ছল ছলাইয়া
কোন সুদুরে......

এই সেই খাল, সাকোটার পাশে আছে পানেএর বাটা,
থুক্কু, বাশের মাচা~
যার বুকে ডুবে ডুবে এককালে টেংরা, খইলসা, বাইম, গজার, আইড়, পুটি দেদারসে ধরতাম~ আহ! সেই দিন কি আবার আসবে কোনদিন?

আখের রস,
মাড়িয়ে, গুড়
জিহ্বায় আনে জল,
করি হুড়মুড়

বন্ধু তোমায় খুজে ফিরি
দিন কিবা রাত প্রতিক্ষন
শুনতে কি পাও তোমার বুকে
আমার যত অনুরন?

মাঝে মাঝে শুণ্য বুকে
ইচ্ছে করেই যাই হারাই
এই শহরের দালান কোঠা
ইট পাথর আর সব মাড়াই

যার যার ক্ষুধা লেগেছে তাত্তাড়ী আম ভর্তা খাইয়া লন, বাটি কিন্তুক একটাই

দীর্ঘ আধারের বুক চিরে অবশেষে আলোর দিশা
আমাদের জীবনগুলি বোধয় এমনই!

ছবি রিলেটেড শিরোনাম খুইজা পাইতাছিনা~ পারলে কেউ কইয়া যান