অধরা তুই ব্যাস্ত ভীষন?
আদর করে তোর নাম দিয়েছিলাম ঘাসফুল, শরতের স্নিগ্ধভোরে শিশিরভেজা দুর্বাঘাসে মুক্তোর মত ঝলঝল করে ফুটতে থাকা ঘাসফুল, আমার প্রা---ণের ঘাসফুল!
তোকে ঘিরে কল্পনায় একেছিলাম লাল, নীল, হলুদ কত রঙ্গের হাজার রকম স্বপন! ঘুমভাঙ্গা চোখে তোর নির্মল হাসি-হাসি মুখটা একনজর দেখেই ভেতরটা আনন্দে নেচে উঠবে! ভীষন কর্মব্যস্ত ঘামঝরা মধ্যদুপুরে তোর মলিন... বাকিটুকু পড়ুন
