মিতা সখা কতশত
চারিপাশে কিলবিল;
প্রিয় হয় ক'জনায়
কে হামেশা করে 'ফিল'?
লিস্টিতে আছে কত
ধণী জ্ঞাণী প্রাজ্ঞ;
তাও ক'বো প্রিয় মেলা
জনমেরি ভাগ্য।
সবে খুঁজে গুড় যেনো
ভনভনে মাছি;
প্রকৃততো সে-ই,ক'বে
সুখে দুখে আছি।
তেমন কি আছে কেউ?
না না দেখছিনা;
আরি আরি আছে এক
প্রিয় সখা লীনা।
আজো মোর কানে বাজে
ফোনে তার কান্না;
আর বাকি সবে যথা
লৌকিক ভান না।
মাউন্ট এলিজা'তে যবে
নিলো মোরে ওটিতে;
মা'র সনে তারি মুখ
ভাসে চোখ দুটিতে।
হিসেব মেলাই তথা
অপ্রাপ্তির হাহাকার;
আফসোসও জাগে মনে
দেখা কি হবেনা আর !?!
ফিরে এসেছিরে লীনা
আধো প্রাণে লড়ছি;
কতদিন দেখিনারে
মিস করে মরছি।
এভাবে যায়না টেকা
হয়তোবা ক'টা দিন;
স্বপ্নরা মরে গেছে
বুকে সদা চিনচিন।
স্বেচ্ছায় দুরে থেকে
একা দিন গুনছি;
যতই গড়ায় বেলা
ডাক গাঢ় শুনছি।
দুরে থাকি যথা থাকি
শূণ্য বা নির্জনে;
ভালোবাসি বন্ধুরে
আছো বুকে প্রতি'খনে।
ভুলি নাই এইদিন
সখা মোর প্রিয়;
হেপী হেপী বার্থ ডে
শুভেচ্ছা জানিও।
কি করে জানাবো উইশ
আর কত ভাববো;
শত ভেবে লিখি শেষে
আগডুম কাব্য।
''শুভ জন্মদিন ফাইজুন নাহার লীনা''
আজ সাজ সাজ রব পড়েছে
সমস্ত প্রকৃতি ও অরণ্যে;
আজ পৃথিবীর সমস্ত গোলাপ
ফুটেছে কেবল তোমারি জন্যে।
শালিক কিংবা চড়ুই গাইছে
আনন্দের গান তোমারি তরে;
প্রতিটি শিশির বিন্দু যেনো
আনন্দাশ্রু,যা ঝরেছে ভোরে।
মেঘরাজ্য জুড়ে উৎসব আজ
আকাশ জুড়ে রংধনুর অভিনন্দন;
যা দেখি তাতেই খুশীর ছোঁয়া
ভালোবাসার রিনরিনে স্পন্দন।
আজ ১২ই ডিসেম্বর,আনন্দ দিবস
মনপুরের আজ শ্রেষ্ঠদিন;
ভালোবাসি প্রিয় বন্ধু আমার
শুভ শুভ শুভ জন্মদিন।
বাজে ঢাক,বাজে বীণ
বুকে উঠে রিনরিন;
ভালোবাসা ভালোবাসা
লীনা,শুভ জন্মদিন।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১০