জাকির নায়েককে বিশ্বরোডে কান ধরে দাড় করিয়ে রাখা হোক??????? আমার মনে হয় না যে বুশ আসার সময় ও এই নাস্তিকপাল তাকে কটাক্ষ করে কোন কিছু বলেছে। আমাদের দেশে না হয় অনেকে আছে রাজাকার (যদি সেটা বাস্তব হয়) জাকির নায়েকের দোষটা কি?
একটা কথা চিন্তা করুন। মক্কা শরীফে থাকাকালীন রাসুল (সা.) কখনো যুদ্ধ করেননি। তার সাথে কারো কোন শত্রুতাও ছিল না। তাহলে রাসুল (সা.) সাহাবায়ে কেরাম সহ নির্যাতন সহ্য করতে না পেরে কেন মদীনায় হিজরত করেছিলেন?
"তারা আল্লাহর রাসুল (সা.) এবং তোমাদেরকে (সাহাবায়ে কেরামকে) তোমাদের দেশ থেকে এজন্যই বিতাড়িত করে দেয় যে তোমরা তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছো"।
সুরা মুমতাহিনা আয়াত:১
মুসলমানদের দোষ একটাই।
বি: দ্র: বড় ভাইয়ের কমেন্ট..........
সমস্যা হলো আমরা কেউ কোরআন হাদিস বিশেষজ্ঞ নাই। যার কারণে নাস্তিকগুলো আমাদের বিব্রত করার জন্য কিছু উল্টাপাল্টা প্রশ্ন করে। কিন্তু আমরা সেই প্রশ্ন গুলোর উত্তর কোরআন ও হাদিস থেকে সাথে সাথে বের করে দিতে পারিনা। তখন নাস্তিক গুলো আমাদের জব্দ করতে পেরেছে ভেবে আস্ফালন শুরু করে। কিন্তু এই কাজটি তারা জাকির নায়েকের সাথে করতে পারে না। অনেকেই চেষ্টা করেছে এবং ফেল মেরেছে। আর এই কারণ তারা জাকির নায়েককে সহ্য করতে পারে না। জাকির নায়েকের নাম শুনলেই চুলকানি শুরু হয়ে যায়। এদের ধরে ধরে শুধু লাথির উপর রাখা উচিত।