১. এই দেশে বাক স্বাধীনতা নাই
২. এখন আবরার। এরপর আপনি অথবা আমি হব না তার কি গ্যারান্টি
৩. আমরা শোকাহত, আহত, লজ্জিত
৪. এই দেশের প্রতি ঘৃণা চলে এসেছে
৫. আবরার মরেনি। মরেছে বাংলাদেশ
৬. শুধু আবরার কে নয়। গোটা ছাত্রসমাজ কে পিটিয়ে হত্যা করা হয়েছে
৭. ওপারে ভালো থাকিস ভাই
৮. আমাদের ক্ষমা করে দেবেন
৯. আশ্চর্য অমানুষ গুলো দেখতে হুবুহু মানুষের মত
১১. যেই দেশ মেধার কদর করতে জানে না। সেই দেশে মেধার জন্ম হয় না
১২. মাঝে মাঝে ভাবি দেশ থেকে চলে গিয়ে বুঝি ভালই করেছি
১৩. মুক্তিযুদ্ধ ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র
১৪. এরা ছাত্রলীগ নয়। এরা ছাত্রলীগের বদনাম করছে। এরা নিজের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ কে ধারণ করে নি
১৫. ছাত্রলীগ, নরপশু, হত্যা, বিক্ষোভ, আন্দোলন, ধর্মঘট
১৬. আবরার হত্যার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার
১৭. ছিঃ এই অমানুষ গুলোর পক্ষে কোন আইনজীবী কিভাবে দাঁড়ালো! মানুষ আজ কতটা নিচে নেমে গেছে
১৮. আবরার হত্যার বিচার চাই
১৯. উত্তাল বুয়েট, ঢাবি, জাবি, চবি............উত্তাল গোটা ছাত্র সমাজ
২০. মহাসড়ক অবরোধ। রাস্তায় তীব্র জ্যামযট
২১. "We want justice" স্লোগানে মুখরিত গোটা ছাত্রসমাজ
২২. অবরোধ কারী শিক্ষার্থীদের সাথে দেখা করতে গিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
২৩. শিক্ষার্থীদের বিচার আদায়ের প্রত্যাশা দিলেন আওয়ামী সাধারণ সম্পাদক
২৪. আশ্বাস মেনে নিয়ে আপাতত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্র সমাজ। বিচার সম্পন্ন না হলে আবার রাস্তায় নামার হুঁশিয়ারি
২৫. আবরার হারে নি। হেরে গেছে বাংলাদেশ!
কিছুদিন পর.....
হঠাৎ এক সকালে উঠে দেখা যাবে আবার কোন এক স্কুল /কলেজ /ভার্সিটির ছাত্র-ছাত্রী নিহত বা ধর্ষিত হবে। হয়তো ছাত্রলীগ সহিংসতায় অথবা গাড়ি চাপায় অথবা কোন শিক্ষক দ্বারা।
And then come back the Loop from hell. Repetition of everything again N again. হয়তো এটা চলতেই থাকবে আজীবন। হয়তো এটা চলতে থাকবে পরবর্তী মুজিব না আসার আগ পর্যন্ত.............