গালিগালাজ অনেক শুনেছি। বাস্তব জীবনে আমার শত্রুও যে গালি দিতে লজ্জা বোধ করতো, ভার্চুয়াল জগতে সেসব গালাগালি আমি শুনেছি, সামুতে লিখতে এসে। অসংখ্য প্রশ্ন ও মন্তব্য করা হয়েছে অপদস্থ করতে, হেয় করতে।
প্রশ্নের জবাব দিতে আপত্তি ছিলনা। মন্তব্যের জবাব দিতে আপত্তি ছিলনা। যুক্তি দিয়ে প্রতিটি যুক্তি খণ্ডন করতে প্রস্তুত ছিলাম। কিন্তু বাধ সাধলো যখন কর্তৃপক্ষ, তখন পিছু হটতে হলো। পোস্ট মুছে দেয়া সত্ত্বেও সাবধানে প্রতিটি শব্দ সেন্সর করে করে পোস্ট দিয়ে যাচ্ছিলাম।যথাসম্ভব ব্লগের আইন মেনেই চলছিলাম। সর্বশেষ পোস্ট দিলাম সংবিধানের ব্যাপারে, কিছু যুক্তি তুলে ধরে লিখেছিলাম, দেশের সংবিধান বরং সংশোধন হওয়া উচিত ঐশী বাণীর ভিত্তিতে, আল কুরআণের ভিত্তিতে।
নিরিহ এ পোস্টটিও মুছে দিলো মডারেটররা। চরমভাবে বিরক্ত ও বীতশ্রদ্ধ হলাম সামুর প্রতি। এতদিন বিকল্প ছিলনা বলে সামুতেই পড়ে ছিলাম। কিন্তু আর কেন, বেশ কয়েকটি বিকল্প সামনে রয়েছে। তার কোন একটি বিকল্পতেই আপাতত লিখে চলছি, সময় ও সুযোগ মত, সামর্থ অনুযায়ী। আপাতত সামুতে আর লিখতে খুব একটা আগ্রহী নই।
পোস্টটি সামুর প্রতি বিদ্বেষবশত নয়,সামু তার নীতিমালায় চলবে, চলুক। কিংবা এ পোস্ট নিজেকে খুব গুরুত্বপূর্ণ প্রমাণ করার জন্যও নয়। বরং মাঝে মাঝেই পথে ঘাটে কিংবা মুঠো ফোনে দুএকজন বলে থাকেন, ভাই আপনার পোস্ট দেখিনা কেন?, কত্ত খুঁজেছি আপনাকে . . ইত্যাদি। সেই সমস্ত শুভাকাংখীর জন্য এই পোস্ট। অনুপস্থিতির কারণ দর্শানো শুধু। ব্লগে ঝুলে থাকুক, কেউ ঢুকলে যেন বুঝতে পারে। অবশ্য তা-ও নির্ভর করছে কর্তৃপক্ষের ইচ্ছার উপর, যদি তারা মুছে না ফেলেন।