এ কেমন নিষ্ঠুরতা! কেন তাদের প্রতি এই নির্মম অত্যাচার? কি দোষ ছিল তাদের? ইটভাটায় কাজ করে বলে তারা কি মানুষ না? এক মুঠো ভাতের জন্য কেন তাদের এই অমানবিক অত্যাচার সহ্য করতে হবে?
রাঙামাটির লংগদু উপজেলার একটি ইটভাটায় শ্রমিকদের উপর নির্মম নির্যাতন চালিয়ে যাচ্ছে ঐ ইটভাটার (পশুর চেয়েও অধম) মালিক শাহজাহান। সংবাদের ভিত্তিতে জানা যায়, লংগদু-নানিয়ারচর সড়কের পাশে বাইট্টাপাড়ার মো: শাহজাহানের মালিকানাধীন এলবিএম ইটভাটায় সাতক্ষীরার শ্যামনগর থেকে আইলায় ক্ষতিগ্রস্থ ১৩ জন শ্রমিককে চুক্তিভিত্তিতে কাজ করার জন্য আনা হয়। কিছুদিন পর শ্রমিকদের মধ্যে দুই জন মায়ের অসুস্থতার কথা বলে বাড়িতে গেলে আর ফিরে আসে নি। তাই ইটভাটার মালিক শাহজাহান নিজের স্বার্থ হাসিল করার জন্য বাকি শ্রমিকরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য তাদের দূর্বলতার সুযোগ নিয়ে দারোয়ান রেখে অস্ত্র পাহারায় তাদের সবাইকে প্রতিদিন কাজ শেষে সন্ধ্যায় একটি ঘরে শেকল দিয়ে বেঁধে রাখে এবং তাদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। দিনের বেলায়ও ধারালো অস্ত্র পাহারায় জোর করে কাজ করানো হয়। এমনকি তারা যেন কোথাও যোগাযোগ করতে না পারে সেজন্য তাদের মুঠোফোনও তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়।
তাই আমি এই ব্লগের মাধ্যমে বলতে চাই, বর্তমান যুগেও যদি আইয়ামে জাহেলিয়াতের মতো গরীব অসহায় মানুষদের নরপিশাচদের হাতে এইরকম অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়, তাহলে কি সরকার পারে না, এইসব নরপিশাচ মালিকদের উপযুক্ত শাস্তি দিতে, পারে না আইলার হিংস্র থাবায় আক্রান্ত এইসব লোকের সর্বস্ব হারানোর বেদনাকে দূরীভুত করে দিতে।
আমি এই অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি।
বিস্তারিত-প্রথম আলো