আহ্ বৃষ্টি।অনেক দিন পর,আবার রং ভরা বৃষ্টিটা এলো,আর ভিজিয়ে দিয়ে গেলো এক মুঠো স্বপ্নের মত।কেউ কি আছেন আমার মতন??যিনি আজকের বৃষ্টিতে ভিজেছেন।আমি অবশ্য হুট করেই ভিজে গেছি।
বাস টা,থামি থামি করছে। এমন সময়ই বৃষ্টিটা শুরু হল।স্টপেজে আসতে না আসতেই বৃষ্টিটা হুড়মুড়িয়ে চলে এলো।আর আমি ছাতা টা খুলতে গিয়েও আটকাইয়া গেলো.......ধুরররর বলে একটা আওয়াজ করা উচিৎ কারণ আমি এখন বাইরে কাজে আসছি।বাসায় যাবার সময় ভিজলে না হয় একটা কথা ছিল।কিন্তু কেন জানি এই বৃষ্টি জিনিষটার উপর আমার অগাধ ভালোবাসা।পৃথিবীর সব সৌন্দর্য নিয়ে মনে হয় এই বৃষ্টিটা আসে(আমার ধারণা)।

আধা তো ভিজলাম,ছাতাটাও খুললাম।কিন্তু হাঁটতে পারছিনা যে


।এ কি হলো???ওহ,স্যান্ডেলটা আটকে যাইতেছে


।কুনো সমস্যা নাইক্কা,এইটা একটা ব্যাপার!!!!(আমার কাছে সব সমস্যারই আবার সমাধান থাকে


)স্যান্ডেল জোড়া খুলে হাতে নিলাম


আর হাঁটতে শুরু করলাম।শান্তিনগরের ব্যাস্ততম একটি সড়কের দুই প্রান্তে অসংখ্য দোকানের নিচে বৃষ্টির হাত থেকে বাঁচতে দাড়িয়ে থাকা লোকগুলো প্রত্যক্ষ করল,আমার এই পাগলামী।তারা কি বুঝবে,আমার এই পাগলামীর অর্থ।আজ কতদিন পরে এই বুকভাঙা শহরের উপর বৃষ্টিটা তার রং ছড়িয়ে দিলো।স্রষ্টা তার সবটুকু ভালোবাসায় যে এভাবে সিক্ত করছে না,তাইবা কে বলতে পারে।ভাবুক না যার যা খুশি।তাতে কিইবা আসে যায়??
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:২৩