সকাল থেকেই ব্যাস্ততা।ঘরের সবাই বের হয়ে যাবে যার যার কাজে।আমিও।যাব সাইন্সল্যাব।তার আগে কমলাপুর।বের হতেই দেখি সব খালি রিকশা সিট উলটে চালাচ্ছে।ঘটনা কি????

এক রিকশা কে জিগ্গাস করতেই বলল,আইজ তো ধর্মঘট

আমাদের মত পাবলিকরা,যাদের প্রধান বাহন রিকশা,এই কথা শুনে দুঃখবোধ করা আর কপাল চাপড়ানো ছাড়া আর কিইবা করতে পারবে।যা আছে কপালে ভেবে হাটা শুরু করলাম।একটা রিকশা যেতে রাজী হওয়ায়,নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছিল।


কমলাপুরে পৌছে ভাগ্নীকে বললাম,আজকে খবর আছে






বিজয়নগরে সেকি মারামারি


এই যদি হয় রিকশা ধর্মঘট,তাহলে সাধারণ মানুষ কি করবে??সব সরকারই নিজেদের অর্জন আর বিরোধী দলের ব্যার্থতা নিয়ে ভাষণ দেয়।কিন্তু,আমাদের নিত্য দূর্ভোগের কথা কে শুনবে.।এ যেন সেই আদিকাল থেকে চলে আসা প্রবাদের চলতে থাকা পূনরাবৃত্তি,
পাটা-পূতার ঘষাঘষি,
মরিচের সর্বনাশ।