কূলে একা বসে আছি,নাহি ভরসা।
আসলেই তাই।শহুরে বৃষ্টির,আসলেই ভরসা নাই।আজ সারাটা দিন ই থেমে থেমে বৃ্ষ্টি।আর ভিজতে যাবার স্বপ্ন যদি হয় ছয় তলা বাড়ির তিন তলা থেকে।তাহলেই সেরেছে।ছাদ পর্যনত পৌছুতে পৌছুতেই স্বপ্নটা হারিয়ে যায়।তারপরও এই ইট কাঠের খাঁচায়,মাঝে মাঝে স্বপ্ন দেখতে ইচ্ছে হয়।হরতালের তালে পড়ে আজকের অলস দিনটায় খুব স্বপ্ন দেখতে ইচ্ছে হল। :#> কিন্তু আকাশের মেঘগুলোও যেন পণ করেছে আজ গাল ফুলিয়ে থাকবে।এই পোড়া শহরের উপর স্বপ্নটাকে আজ ছড়াবে না।

তবুও স্বপ্ন ধরার আশায় আজ অনেক টা সময় ধরে বসে ছিলাম।না,বৃষ্টিটা আর আসলো না।কিন্তু ছাদের কার্নিশে আধা ভেজা একটা খয়েরী ফড়িং,আমার ভাংগা স্বপ্নটাতে একটু রঙ লাগিয়ে গেলো।খুব ইচ্ছে হচ্ছিল,সবুজের মাঝে দাড়িয়ে,খোলা প্রান্তরে ছুটে বৃষ্টিতে ভিজি.......।ইসস্ কতোদিন গ্রামে যাইনা।মাটির সোদা গন্ধ নেয়া হয়না।খালি পায়ে হাঁটি না।আর বৃষ্টি???স্বপ্নটা স্বপ্নই থেকে যায়।এই শহরের উপর বৃষ্টিটাও যেন অকৃপণ হতে পারলোনা।
ভাংগা মন নিয়ে ফিরে আসি একলা বাড়িতে।আবারও স্বপ্ন দেখি....এক পশলা বৃষ্টি এসে সব ভিজিয়ে যায়.............।

সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১০ রাত ৯:১৭