যার যত বড় বড় ডিগ্রী আছে সে ততো বড় জ্ঞানী।
আসলে কি তাই?
আমি ডিগ্রীর বিপক্ষে বলছিনা।
আজকের সমাজের ক্ষতবিক্ষত বিভৎষ দৃষ্টিভঙ্গি তুলে ধরছি।
বাস্তবতা দেখুন,, আজকে এত বড় বড় ডিগ্রি নিয়ে মানুষ শিক্ষিত হচ্ছে ঠিক, কিন্তু জ্ঞানী হতে পারছেনা।
তার জলন্ত প্রমান হচ্ছে আজকের বৃদ্ধাশ্রম।
খুব কষ্ট হয় ভাবতে
আহারে বড় বড় ডিগ্রী! তোমার এত সম্মান! এতই মর্যাদা যে তোমার কারনে বৃদ্ধ বাবা মা নিজের সন্তানের কাছে যায়গা পায়না।
আমার নিকট তোমার এই বড় বড় ডিগ্রীর ০.১ পয়সার মূল্যও নেই। যদি বাবা মা'র থাকার যায়গা হয় বৃদ্ধাশ্রম।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫০