পৃথিবীতে প্রাণের উদ্ভব ঘটেছে প্রথমে সমুদ্রের গভীরে-এমন তত্ত্বের পক্ষেই বেশির ভাগ গবেষকের যুক্তি। কিন্তু এবার ফরাসি বিজ্ঞানীরা দাবি করেছেন, প্রাণের উৎপত্তি আসলে স্থলভাগেই। গ্রিনল্যান্ডের কর্দম আগ্নেয়গিরিতে ৩৮০ কোটি বছর আগে প্রাণের উৎপত্তি হয়েছে।
ন্যাশনাল একাডেমী অব সায়েন্সেসে ল্যাবরেটয়ার দে জিওলজিয়ে দে লিওঁ ম্যারি-লরের গবেষকরা জানিয়েছেন, সমুদ্রের নিচে হাইড্রোজেন, মিথেন ও অন্যান্য গ্যাসের মিশ্রণে প্রাণের উৎপত্তি ঘটেছে_এটি সত্য নয়। কেননা, পরীক্ষা করে দেখা যায়, পানির নিচে ওই পরিবেশে অম্লতার মাত্রা এত বেশি থাকে যে সেখানে কোনো প্রাণের টিকে থাকা সম্ভব নয়। এ ছাড়া সম্প্রতি তাঁদের গবেষণায় গ্রিনল্যান্ডের আইসোয়াতে কর্দম আগ্নেয়গিরির পাথর পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, সেখানে সার্পেন্টিনাইট নামের একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান ছিল, যা বিশেষ সময়ে অ্যামিনো এসিড থেকে প্রাণের উদ্ভব ঘটাতে ও এর টিকে থাকা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রেখেছে। যেখানে সার্পেন্টিনাইট পাওয়া যায়, সেখানে প্রাণ ধারণের জন্য ফসফরাসের মতো আরো গুরুত্বপূর্ণ উপাদান উপস্থিত থাকার প্রমাণ রয়েছে।
গবেষকদের দৃঢ়বিশ্বাস, কর্দম আগ্নেয়গিরির পরিবেশ আদিপ্রাণ উদ্ভবের পর থেকে এর টিকে থাকা ও বিকাশের জন্য সহায়ক ছিল। কাজেই এ তত্ত্বের ওপর ভিত্তি করেই এখন তাঁরা পৃথিবীতে প্রাণের উদ্ভব ও বিকাশের পর্যায় বিশ্লেষণের চেষ্টা চালাবেন।
সূত্র : দ্য টেলিগ্রাফ অনলাইন।
কালের কন্ঠ
সূত্র :http://taiyabs.com/2011/10/30/33824#more-33824